দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করার সুবাদে স্যার ডন ব্র্যাডম্যানক🐭ে টপকে গেলেন স্টিভ স্মিথ। সেই সঙ্গে তিনি একযোগে ছুঁয়ে ফেলেন শিবনারায়ন চন্দ্রপল ও ম্য়াথিউ হেডেনকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে আপাতত স্মিথের সামনে রয়েছেন শুধু রিকি পন্টিং ও স্টিভ ওয়া।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে 🦋তিন অঙ্কের রানে পৌঁছনো মাত্রই সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করা অজি ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে তিন নম্বরে উঠে আসেন স্টিভ স্মিথ। এসসিজিতে ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯২ বলে ১০৪ রান করে আউট হন স্মিথ।
টেসꩵ্ট কেরিয়ারের স্মিথের এটি ৩০ নম্বর শতরান। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন কিংবদন্তি ব্র্যাডম্যানকে। স্যার ডন ব্র্যাডম্যান ৫২টি টেস্টের ৮০টি ইনিংসে ২৯টি সেঞ্চুরি ক🐟রেছেন। স্মিথ ৯২টি টেস্টের ১৬২টি ইনিংসে ৩০ নম্বর শতরান করেন।
সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করা ছয় অজি তারকা:-
১. রিকি পন্টি: ৪১টি
২. স্টিভ ওয়া: ৩২টি
৩. ম্যাথিউ হেডেন: ৩০টি
৪. স্টিভ স্মিথ: ৩০টি
৫. ডন ব্র্যাডম্যান: ২৯টি
৬. মাইকেল ক্লার্ক: ২৮টি
সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থকে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ১২ নম্বরে উঠে আসেন স্টিভ স্মিথ। তবে টেস্ট সেঞ্চুরির সংখ্যার নিরিখে যুগ্মভাবে নয় নম্বর🍎ে রয়েছেন তিনি। স্মিথের মতোই টেস্টে ৩০টি করে সেঞ্চুরি করেছেন ম্য়াথিউ হেডেন ও শিবনারায়ন চন্দ্রপল। হেডেন খেলেছেন ১০৩টি টেস্ট। ক্যারিবিয়ান তারকা চন্দ্রপল খেলেছেন ১৬৪টি টেস্ট।
দীর্ঘতম ফর্ম্যাটে সব থেকে বেশি ৫১টি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, 🎉অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও ভারতের রাহুল দ্রাবিড় টেস্ট সেঞ্চুরি করেছেন যথাক্রমে ৪৫, ৪১, ৩৮ ও ৩৬টি। পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাসকর, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ৩৪টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। এছাড়া ইংল্যান্ডের অ্যালেস্টার কুক ৩৩টি ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া টেস্টে ৩২টি শতরান করেছেন।
সুতরাং, টেস্টে আর ২টি শতরান করলে স্মিথ ছুঁয়ে ফেলবেন স্টিভ ওয়াকে এবং সেক্ষেত্রে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার নিরিখে যুগ্মভাবে দ্ব🌌িতীয় স্থানে উঠে আসবেন। রিকি পন্টিংকে ছুঁতে অবশ্য এখনও বিস্তর পথ হাঁটতে হবে স্মিথকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।