দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করেন ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার গোটা ক্রিকেট বিশ্ব আরও একবার ওয়ার্নারের লড়াকু মানসিকতার সাক্ষী থাকল। প্রচণ্ড গরম, পেশির টান সব কিছুকে উপেক্ষা করে এক অবিস্মরণীয় দ্বিশতরানের ইনিংস খেললেন তিনি। গড়লেন একাধিক নজির। নিন্দুকদের দিলেন যো🍰গ্য জবাব। সেই সঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখলেন ডেভিড ওয়ার্নার।
প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমဣে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা একাই ২০০ রান করেছেন। ওয়ার্নারের ২০০ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা রয়েছে। তাঁর ইনিংসের সৌজন্যই ৩৫০ রান পার করে ফেলেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: শততম টেস্ট ও ওডিআই-তে শতরান, গ্রিনিজে🐎র রেকর্ড ছুঁলেন ওয়ার্নার, গড়লেꦗন অসংখ্য নজির
স্টিভ স্মিথও শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৮৫ রানের মাথায় তাঁর উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। ওয়ার্নার এবং স্মিথের ২৩৯ রানের জুটিতেই দক্ষিণ আফ্রিকার রান টপকে যায় অস্ট্রেলিয়া। এ দিকে ২০০ করার পর সেলিব্রেশন করতে গিয়ে আহত হন ওয়ার্নার। পা মচকে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান তিন🍌ি।
দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৮৬। ওয়ার্নার এবং স্মিথ ছাড়াও ৪৮ রান করেন ট্রেভিস হেড। দক🅘্ষিণ আফ্রিকার থেক♎ে এই মুহূর্তে ১৯৭ রানে এগিয়ে রয়েছে অজিরা।
আরও পড়ুন: ১০০তম টেস্টে দ্বিশতরানের নজির, সেলিব্রেশন করতে গিয়ে চোট,মাܫঠ ছাড়তে হল ওয়ার্নারকে
এ দিকে শততম টেস্টে শতরান আ💝ছে বিশ্বে মꦬাত্র ১০ জন ক্রিকেটারের। দ্বিশতরান ছিল শুধু রুটের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গত বছর শততম টেস্ট খেলতে নেমে দ্বিশতরান করেছিলেন। তাঁকে মঙ্গলবার ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার তাঁর ১০০তম টেস্টে শতরান করলেন। পাশাপাশি গর্ডন গ্রিনিজের পর ১০০তম ওডিআই এবং ১০০তম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার। অষ্টম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান সম্পূর্ণ করলেন তিনি। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার।
তবে দিনের শেষে ওয়ার্নারের চোট অজিদের চিন্তায় ফেলেছে। ওয়ার্নারের পাশাপাশি ক্যামেরন গ্রিনও ব্যাটিংয়ের সময়ে আঙুলে চোট পান। আঙুল থেকে রক্তও বের হতে দেখা য𓄧ায় তাঁর। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিন। স্বাভাবিক ভাবে চোট সমস্যাই অজিদের কিছুটা চাপে রাখবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।