ইনিংসের ৮৯তম ওভারের শেষ বলে জীবনদান পান ঋষভ পন্ত। শেষ ওভারে ঝড় তুলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন 🐓টিম ইন্ডিয়ার তারকা ꧃উইকেটকিপার-ব্যাটসম্যান।
অ্যাডিলেডের প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে গোলাপি বলে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। আগের অনুশীলন ম্যাচে ঋদ্ধিমান সাহাকে যাচাই করে নেয় টিম ম্যান🦹েজমেন্ট। এই ম্যাচে ঋদ্ধির সঙ্গে ঋষভ পন্তকেও সুযোগ দিয়ে দেখে নে💝য় ভারতীয় শিবির।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ। তবে দ্বিতীয় ইনিংসে আগুনে ব্যাটিং করেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষ হতে যখন মাত্র ৭ বল বাকি, ঋষভ তখন ব্যাট করছিলেন ব্যক্তিগত ৮০ রানে। স্বাভা꧑বিকভাবেই ব্যাট চালিয়ে শতরান পূর্ণ করার তাগিদ চোখে পড়ছিল তাঁর মধ্যে।
আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই পন্ত ভুল করে বসেন। সোয়েপসনের অফ-স্টাম্পের বাইরের ফুল লেনথ বল 💜তুলে মারার চেষ্টা করেন তিনি। বল ব্যাটের উপরের কানা নিয়ে হাওয়ায় ভেসে যায়। ডিপ পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে সাদারল্যান্ড ডাইভ মারেন। তবে ক্যাচটি ধরতে পার💞েননি তিনি। বল তাঁর হাত থেকে পিছলে যায়।
জীবনদান পাওয়ার বলে এক রান নেন ঋষভ। ফলে দিনের শেষ ওভারে পুনরায় ব্যাট করার সুযোগ পেয়ে যান তিনি। শেষ ওভারের প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি দু'টি চার মারেন। তৃতীয় বলে ছক্কা হাঁকান। চতুর্থ বল পুনরায় বাউ🔥ন্ডারিতে পাঠান। শেষ বলের আগে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯৯। শেষ বলে চার মেরে সেঞ্চুরির গণ্ডি টপকে যান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।
ঋষভ ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে টিম ম🍸্যানেজমেন্টকে শুধু আশ্বস্ত করলেন বলা ভুল হবে, বরং জটিলতায় ফেলে দিলেন। প্রথম ম্যাচে ঋদ্ধিমান সাহার জমাট প্রতিরোধ টিম ম্যানেজমেন্টের মন কাড়তে বা🔥ধ্য। এখন পন্ত ঝোড়ো সেঞ্চুরি করায় অ্যাডিলেডের প্রথম টেস্টে দুই উইকেটকিপারের মধ্যে কাকে মাঠে নামাবে ভারত, তা নিয়ে সংশয় তৈরি হতে বাধ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।