অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্🀅দোর টেস্টে রোহিত শর্মার ডিআরএস নষ্ট নিয়ে বিস্তর চর্চা হয়। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে রোহিত নিজে যেভাবে এলবিডব্লিউ হন, তাতে বল লাগছিল মিডল স্টাম্পে। তা সত্ত্বেও রিভিউ নিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন হিটম্যান। তবে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ডিআরএস নি♋য়ে যে কাণ্ড ঘটায়, তা নিয়ে রীতিমতো হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
ব্যাটসম্যানের মাঝব্যাটে লাগে বল। এলবিডব্লཧিউর আবেদন জানায় বাংলাদেশ। আম্পায়ার সঙ্গত কারণেই আউট দেননি। তবে তাতে ক্ষান্ত না হয়ে রিভিউয়ের আবেদন জানায় বাংলাদেশ।
মীরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ঘটে এমন হাস্যকর ঘটনা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসের ৪৮তম ওভারে বল কর𝓡তে আসেন তাস্কিন আহমেদ। ওভারের শেষ বলে (৪৭.৬) আদিল রশিদের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান তাস্কিন। আম্পায়ার আউট না দেওয়ায় ক্যাপ্টেন তামিম ইকবালকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন তাস্কিন। ব্যাটসম্যান আদিলের বিশ্বাসই হচ্ছিল না 𝄹যে, বাংলাদেশ এক্ষেত্রে রিভিউ নিতে পারে বলে। তাঁকে ক্রিজে দাঁড়িয়ে মাথা নাড়তে দেখা যায়। খালি চোখেই বোঝা যাচ্ছিল বল আদিলের মাঝব্যাটে লেগেছে। টেলিভিশন রিপ্লেতে আরও একবার স্পষ্ট হয়ে যায় সটা।
তৃতীয় আম্পায়ারের এক্ষেত্রে আল্ট্রা এজ টেকনলজির সাহায্য নেওয়ার𒅌 প্রয়োজনও ছিল না। রশিদকে নট-আউট ঘোষণা করার জন্য শুধুমাত্র রিপ্লে দেখাই যথেষ্ট ছিল। স্বাভাবিকভাবেই এমন কাণ্ড ঘটিয়ে হাসির খোরাক হয় বাংলাদেশ।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়। মজা করে এক নেটিজেন টুইট করেন যে, এমন রিভিউ চাওয়াꦦর জন্য ক্যাপ্টেন ও বোলারকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা উচিত। কাউকে আবার বাংলাদেশের ক্রিকেটারদের চশমা পরে মাঠে নামার পরামর্শ দিতে দেখা যায়।
অনেকেই এই রিভিউকে ক্রিকেটের ইতিহাসের সব থেকে খারাপ ডিআরএসꦦের তকমা দেন। এমন খারাপ রিভিউ নেওয়ার জন্য বাংলাদেশকে কী পুরস্কার দেওয়া উচিত, তাও জানতে চান🔯 কেউ কেউ। বিদ্রুপ করে কাউকে লিখতে দেখা যায় যে, এটাই সেরা।
উল্লেখ্য, ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুরুতে ব্যাট করে বড়সড় ইনিংস গড়ে তোলে। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩🦹২৬ রান সংগ্রহ করে। জেসন রয় ১৩২ ও জোস বাটলার ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।