খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বোধহয় একেই বলে। বার্সেলোনা ওপেনের ফাইনাল একসময় নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিলেন রাফায়েল নাদাল। ট্রফি ও নাদালের প্রতিপক্ষ স্তেফানোস সিসিপাসের মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান ছিল। সুতরাং, পান থেকে চুন খসলেই খেতাব হাতছাড়া হতো রাফ📖ার।
ম্যাচ তথা চ্যাম্পয়নশিপ পয়েন্🧸ট বাঁচিয়ে�� শেষমেশ ফাইনাল জিতে নেন নাদাল এবং বার্সেলোনা ওপেনের খেতাব ধরে রাখেন।
ফাইনালে নাদাল প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় টেস টাই-ব্রেকারে জিতে নেন সিসিপাস। দ্বিতীয় সেটের 𝓰ফল নাদালের বিপক্ষে ৬/৭ (৬)। নির্নায়ক সেটে নাদাল একসময় পিছিয়ে ছিলেন ৪-৫ গেমে এবং সেটের দশম গেমের স্কোর দাঁড়িয়েছিল রাফার প্রতিকূলেই ৩০/৪০। সিসিপাস কোনও রকমে একটি পয়েন্ট জিতলেই তিনি চ্যাম্পিয়ন হয়ে যেতেন।
শেষমেশ তা হয়নি। নাদাল তৃতীয় সেট জেতেন ৭-৫ গেমে এবং রেকꦏর্ড ১২ বারের জন্য বার্সেলোনা ওপেনের খেতাব হাতে তোলেন। ফরাসি ওপেনের পর ব♍ার্সেলোনা ওপেন হল দ্বিতীয় টুর্নামেন্ট, যেখান থেকে নাদাল এক ডজন ট্রফি ঘরে তোলেন।
জয়ের পর স্প্যানিশ তারকা বলেন, ‘আমার মনে হয় না এই টুর্নামেন্টে এমন ফাইন🧸াল আগে কখনও খেলেছি বলে। এই জয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের কಞোর্টে ১২ বার ট্রফি জিততে পারার অনুভূতি স্পেশাল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।