ভারতীয় অনুর্ধ্ব ১৮ বাস্কেটবল দল আট বছর পর FIBA এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল। ফেভারিট লেবাননকে হারিয়ে ইতিহাস তৈরী করল ভারত। এদিন ভারত লেবাননকে ৬৪-৬২ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে। পুরো♈ ম্যাচে লিড বজায় রাখলেও এক পর্যায়ে ভারত প্রায় ১৫ পয়েন্টের লিড নষ্ট করে। তবে যাইহোক বিগত এক দশকে প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টারে পৌঁছল তারা। শেষবার ভারত ২০১৬ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। বাস্কেটবলে ভারতের এই জয় শুধু জয় নয়, এর ফলে অনেকে এই খেলার প্রতি আগ্রহ দেখাবে নতুন করে।
এদিন ভারতীয় বাস্কেটবল দলের তরফে জানানো হয়, এই অবিশ্বাস্য জয়টি শুধু জয় নয়। এর পেছনে রয়েছে খেলোয়াড়, কোচ এবং সহায়তা কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ডেডিকেশন। গত ৩ মাস ধরে অক্লা﷽ন্ত পরিশ্রম করার ফসল এই জয়। এই জয়ের ফলে আরও বেশি করে নতুন প্রজন্মকে এই খেলার দিকে আকর্ষণ করা যাবে। কোয়ার্টার ফাইনালে ভারতকে মুখোমুখি হতে হবে চিনের। সেই লড়াই যে কঠিন হবে তা ব🌠লার থাকে না। শনিবার চীনের মুখোমুখি হবে ভারতীয় ছেলেরা। চিন অন্যদিকে জাপানকে ৬৮-৬৬ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা দখল করেছিল আগেই । পুরো টুর্নামেন্টে সব ম্যাচেই তারা নিজেদের শক্তির প্রদর্শন করেছে।
FIBA অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ কী ? FIBA কথার অর্থ হল ফেডারেশন ইন্টারন্যাশনাল দি বাস্কেটবল অর্থাৎ বিশ্ব বাস্কেটবলের নিয়ামক সংস্থা। আর FIBA অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হল আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতা যা এশীয় দেশগুলিকে নিয়ে আয়োজন করা হয়। এবছর যা ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত জর্ডনের আম্মানে অনুষ্ঠিত হচ্ছে। আগে এই টুর্নামেন্টের নাম ছিল FIBA U-১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, পরবর্তীতে বদল করা হয় নাম। এবছর টুর্নামেন্টের বয়স ২৭ বছর। এই টুর্নামেন্টের প্রথম ৪টি দল সুইজারল্যান্ডে ২০২৫ FIBA অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে FIBA এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এবার দেখার বিষয় ভারত এই টুর্নামেন্টে কতদূর যেতে পারে। পারবে অনূর্ধ্ব-১৯ ২০২৫ বাস্কেটবল বিশ্বকাপে জায়গা করে নিতে? সেই দিকে নজর রাখতে হবে আমাদের। কোয়ার্টার ফাইনালে ভারত ও চিন বাদে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, জর্ডন, ইরান ও দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান, নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ই♏রান ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে জর্ডন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।