শুভব্রত মুখার্জি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসির অন্যতম জনপ্রিয় সিরিজ 'টপ গিয়ার'। নাম শুনেই কিছুটা হলেও আন্দা🐻জ পাওয়া যাচ্ছে যে মোটরগাড়ি এবং বাইক ꦓসংক্রান্ত একটি অনুষ্ঠান এটি। গাড়ি নিয়ে তৈরি এই স্পোর্টস অনুষ্ঠানের শুটিং চলাকালীন গত বছরের ডিসেম্বরে মারাত্মক জখম হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এতটাই গুরুতর ছিল তাঁর আঘাত যে, তিনি আদৌও বাঁচবেন কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছিল। আর এ বার সেই ঘটনার কথা মাথায় রেখে আপাতত বিবিসির তরফে টপ গিয়ারের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও𒆙 পড়ুন: আমি কিংবদন্তি- রাসেলের🍷 হুঙ্কারের মাঝেই তাঁর KKR অধিনায়ক হওয়া নিয়ে গুঞ্জন
অ্যান্ড্রু ফ্লিনটফের সেই দুর্ঘটনা নিয়ে রীতিমতো তদন্তে নেমেছে প্রশাসন। বিবিসি কর্তৃপক্ষের সুরক্ষা বিষয়ক ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কিনা, তা নিয়ে তদন্ত করা হচ্ছে। ফলে আপাতত তদন্তের স্বার্থেই এই অনুষ্ঠানকে স্থগিত রাখার সিদ্ধা🎐ন্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিতও করেছে। ২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নেন ফ্লিনটফ। এর পর কয়েক বছর বক্সিং রিং-এ কাটান তিনি। পরবর্তীতে ২০১৯ সালে টপ গিয়ারের সঞ্চালকের দায়িত্ব নেন তিনি। গত ডিসেম্বরে এই অনুষ্ঠানের শুটিং চলাকালীন মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। কোনও রকমে বরাতজোরে তিনি প্রাণে বেঁচে ফেরেন।
আরও পড়ুন: পন্তের জা𒅌র্সি নম্বর নিজেদের টুপি, টি-শার্টে ব্যবহার করার কথা ভাবছেন DC♉ কোচ
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্লিনটফ নাকি শোয়ের সহকারি উপস্থাপক হিসেবে ইস্তফা দিতে চলেছিলেন। এই শো'টি প্যাডি ম্যাকগিনিস এবং ক্রিস হ্যারিসের সঙ্গে একসঙ্গে সঞ্চালনা করতেন ফ্লিনটফ। বিবিসি-র তরফে জানানো হয়েছে♑, ‘বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিরিজ ৩৪'র শুটিং শুরু করা একেবারেই অনুচিত হবে।’ তবে বছরের শেষ দিকে যে তারা এই শো ফের চালু করতে পারেন, তার ইঙ্গিতও দিয়ে রাখা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।