বিগ ব্যাশ লিগে বড় ব্যবধানে জয় তুলে♉ নিল সিডনি থান্ডার। বরং বলা ভালো যে, বিরাট ব্যবধানে হারার অভ্যাস বজায় রাখল মেলবোর্ন রে▨নেগেডস।
চলতি বিগ ব্যাশ লিগের ৪০তম ম্যাচে মেলবোর্নকে ১২৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিডনি। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্ট🦂ের ইতিহাসে রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে হারের লজ্জাজনক তালিকায়♚ ফের নিজেদের নাম তুলে ফেলে রেনেগেডস। তালিকার প্রথম পাঁচে চার বার রয়েছে রেনেগেডসের নাম।
ডকল্যান্ডꦜ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিডনি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ড্যানিয়েল স্যামসকে ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয়। তিনি ৭টি চার ও ৮টি ছক্কা সাহায্যে ৪৪ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অ্যালেক্স হেꦰলস ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে রেনেগেডস ১৪.২ ওভারে মাত্র ৮০ রানে অল-আউট হয়ে যায়। জেমস সেইমোর ২৫, অ্যারন ফিঞ্চ ১৭ ও কেন রিচার্ডসন ১৭ রান করেন। মহম্মদ হাসনাইন ২২ রানে ৩ উইকেট দখল করেন। ৩ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ভারতীয় বংশোদ্ভূত গুরিন্দর সান্ধু। ম্যাচের স♛েরা হয়েছেন স্যামস।
রানের নিরিখে টুর্নামেন্টে সব থেকে বড় হারের তালিকায় চার নম্বরে জায়গা করে নেয় রেনেগেডসের এদি🌠নের ১২৯ রানে পরাজয়। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরেও রেনেগেডসকে ১২৯ রানের ব্যবধানেই পরাজিত করেছিল থান্ডার।
রানের নিরিখে বিগ ব্যাশে সব থেকে বড় হার:-
১. মেলবোর্ন স্টার্সকে ১৫২ রানে পরাজিত করে সিডনি সিক্সার্স (২০২১-২২)।
২. মেলবোর্ন রেনেগেডসকে ১৪৫ রানে পরাজিত করে সিডনি সিক্সার্স (২০২০-২১)।
৩. মেলবোর্ন রেনেগেডসকে ১২৯ রানে হারিয়ে দেয় সিডনি থান্ডার (২০২০-২১)।
৪. মেলবোর্ন রেনেগেডসকে ১২৯ রানে পরাজিত করে সিডনি থান্ডার (২০২১-২২)।
৫. মেলবোর্ন রেনেগেডসকে ১১২ রানে পরাজিত করে মেলবোর্ন স্টার্স (২০১৪-১🍰৫)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।