ধীরে ধীরে গোটা বিশ্ব🍰 জুড়েই ফের বাড়ছে করোনার প্রভাব। অস্ট্রেলিয়ায় কঠোর বিধিনিষেধ সত্ত্বেও ছবিটা অনেকটা একইরকম। এরই মাঝে রমরমিয়ে চলছে অজিদের টি-টোয়েন্টি লিগ বিশ ব্যাশ। এই টুর্নামেন্টই রবিবার (২ জানুয়ারি) মেলবোর্ন স্টার্স বনাম পার্থ স্কর্চার্সম্যাচে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল।
করোনার জেরে দলের স্টার্স দলের ১৮ জনের মধ্যে মাত্র আট ক্রিকেটারই ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে ছিলেন। দলের প্রথম ১১-র মধ্যে নিয়মিত স💯ুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে কেবল অধিনায়ক গ্লেন ম্য়াক্সওয়েল, হ্যারিস রউফ এবং হিল্টন কার্টরাইট পার্থের বিরুদ্ধে নামার অনুমতি পেয়েছিলেন। অ্যাডাম জাম্পা, মার্কাস স্টইনিস, ন্যাথন কুল্টার-নাইলের মতো তারকারা সকলেই হয় করোনার কবলে নতুন বিধিনিষেধের জেরে খেলার অনুমতি পাননি। আন্দ্রে রাসেলও ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার প্রস্তুতি সারতে মেলবোর্ন ছেড়েছেন।
এই কারণেই প্রায় ম্যাচের দিন সকালেই একগুচ্ছ ক্রিকেটারদের দলে খেলার জন্য পরিবর্ত হিসেবে ডাকা হয়। প্রাক♏্তন সিডনি সিক্সার্স ক্রিকেটার জাস্টিন আভেনডানো থেকে ভিক্টোরিয়ান প্রিমিয়র ক্রিকেট খেলোয়াড় টম রজার্স, চার্লি ওয়াকিম, প্যাট্রিক রোদের ১৩ জনের দলে সুযোগ দেওয়া হয়। ম্যাচে স্কর্চার্সের ১৮০ রানের জবাবে রজার্স এবং ক্লার্ক ৭৮ রানে ভাল ওপেনিং পার্টনারশিপ গড়লেও শেষ পর্যন্🥀ত ১৩০ রানেই অল আউট হয়ে যায় স্টার্স। The Sydney Morning Herald-র রিপোর্ট অনুযায়ী এই ঘটনার পর বাকি অস্ট্রেলিয়ান স্পোটর্স টুর্নামেন্টগুলির মতো বিগ ব্য়াশও এক জায়গায়তেই করার বিষয়ে চিন্তাভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।