ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগে যা কখনও ঘটেনি🐼, ঠিক তেমনই ছবি দেখা গেল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। কাকতলীয় হলেও মেলবোর্ন স্টার্স বনাম সিডনি💦 থান্ডার ম্যাচে এমন এক অদ্ভুত মিল চোখে পড়ে, যা অবাক করবে ক্রিকেটপ্রেমীদের।
আসলে এই ম্যাচের দুই ইনিংসেই দু'দলের দুই ওপেনার সমসংখ্যক রান সংগ্র♛হ করেন এবং তাও একইভাবে। প্রথম ইনিংসে মেলবোর্ন স্টার্সের দুই ওপেনারের ব্যক্তিগত সংগ্রহ ১৩ রান করে। মা💃র্কাস স্টইনিস ১৩ রান করেন ২টি চার, ১টি দুই ও ৩টি সিঙ্গল নিয়ে। অপর ওপেনার জো ক্লার্কও ১৩ রান করেন ২টি চার, ১টি দুই ও ৩টি সিঙ্গলের সাহায্যে।
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে স🧔িডনি থান্ডারের দুই ওপেনার যোগ করেন ১০ রান করে। অ্যালেক্স হেলস ১০ রান করেন ২টি চার ও ২টি এক রান নিয়ে। অপর ওপেনার স্যাম হোয়াইটম্যানও ১০ রান সংগ্রহ করেন ২টি চার ও ২টি এক রান নিয়ে। এর আগে একই ম্যাচে এমন মিল আগে কখনও দেখা যায়নি।
মেলবোর্ন স্টার্স:-
মার্কাস স্টইনিস: ১৩ (২টি চার, ১টি দুই ও ৩টি সিঙ্গল)।
জো ক্লার্ক: ১৩ (২টি চার, ১টি দুই ও ৩টি সিঙ্গল)।
সিডনি থান্ডার:-
অ্যালেক্স হেলস: ১০ (২টি চার ও ২টি সিঙ্গল)।
স্যাম হোয়াইটম্যানও: ১০ (২টি চার ও ২টি সিঙ্গল)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।