প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট পদে বহাল হলেন রজার বিনি। ব𝐆িসিসিআই-এ শেষ হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ। এ বার থেকে ১৯৮৩ বিশ্বজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই চ🅷লবে বিসিসিআই।
সৌর🌟ভ যে আর বোর্ড সভাপতি থাকছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল, তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। তাঁর জায়গায় রজার বিনির সভাপতি হওয়াও 💯নিশ্চিতই ছিল। মঙ্গলবার শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকু হল।
বিসিসিআই সচিব পদে অবশ্য বহাল থাকছಌেন জয় শাহ-ই। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছ♛েন তিনি। এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিতপুত্র। এ বার রজার বিনির সঙ্গে করবেন।
আরও পড়ুন: সৌ꧃রভের ICC-তে যাওয়ার দরজা কি খুলল? অন্দরমহলের তথ্য ফাঁস আজহারের
এ দিন বোর🍨্ডের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিল সৌরভ। যেটা নিয়ে বেশ জল্পনাও শুরু হয়। হঠাৎ করে কেন তিনি এই সভায় উপস্থিত হয়েছেন? তবে এ দিন সভায় যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেনඣ মহারাজই।
যাইহোক সৌরভ সভায় উপস্থিত হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন, যেটা ঘোরাফেরা করছিল, সেটা হল, বোর্ডের তরফ থেকে কি আইসিসি-তে সৌরভের নাম প্রস্তাব করা হবে? আট নম্ব🌼রে সেটা অ্যাজেন্ডা হিসেবেও রাখা হয়ܫেছিল। তবে জানা গিয়েছে, এই অ্যাজেন্ডা নিয়ে নাকি কোনও রকম আলোচনাই হয়নি।
আরও পড়ꦛুন: শেষ হল সৌরভের যুগ, বিসিসিআই-এ শুরু হল রজারඣের রাজত্ব
প্💙রসঙ্গত, আইসিসি চেয়ারম্যানের পদে মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। আইসিসি-র বোর্ড মিটিং ১১-১৩ নভেম্বর, মেলবোর্নে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি এ বার কারও নাম নাও পাঠাতে পারে।
তবে সৌরভকে বোর্ড থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলেও, সৌরভ কিন্তু পাল্টা আক্রোশ দেখাননি। বরং গান্ধীনীতিতেই সম্ভবত বিশ্বাসী তিনি। তাই সভার পর বলে দিয়েছেন, ‘আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। নতুন গ্রুপ বিসিসিআই𝔉-কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই কিন্তু ভালো হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেটও শক্তিশালী। তাই আমি ওদের সকলকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই।’ প্রসঙ্গত, সৌরভ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি। নতুন করে তಌিনি যে প্রত্যাবর্তন করবেন, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।