নাটকের পর😼 নাটক মঞ্চস্থ হল। শেষ পর্যন্ত বিসিসিআই চেতন শর্মাকেই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে। চেতন শর্মাকে চেয়ারম্যান হিসেবে রেখেই সেই কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি ছাড়াও শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ-এর নাম ঘোষণা করেছে।
সুলক্ষনা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গ🀅ঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটির সদস্য বাছাই করার জন্য একটি বিস্তৃত প্রক্রিয়া গ্রহণ করে। ২০২২ সালের ১৮ নভেম্বর বিসিসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচকদ🍨ের পাঁচটি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বোর্ড প্রায় ৬০০টি মতো আবেদন পেয়েছিল।
আরও পড়ুন: ওর বল সহজে অনুমান করা যায়- উমরানকে বৈচিত্র্য আনার▨ পরম𒐪ার্শ দিলেন পাক প্রাক্তনী
বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘যথাযথ আলোচনা এবং যত্নশীল বিবেচনার পরে, সিএসি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ১১জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছি🌜ল। সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি সিনিয়র পুরুষদের জাতীয় নির্বাচন কমিটির জন্য চেতন শর্মা, শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, শ্রীধরন শরৎ-কে বেছে নিয়েছে।’
নিম্নলিখিত প্রার্থীদের নামা সুপারিশ করে সিএসি:
১) চেতন শর্মা
২) শিব সুন্দর দাস
৩) সুব্রত বন্দ্যোপাধ্যায়
৪) সলিল আঙ্কোলা
৫) শ্রীধরন শরৎ
আরও পড়ুন: একটু﷽ সতর্ক হতে হবে- নো বল নিয়ে ছাত্রকে বকাꦗ দিলেন আর্শদীপের ছোটবেলার কোচ
কমিটি আরও সুপারিশ করেছে, চেতন শর্মাকে সিনিয়র পুরুষ বাছাই কমিটির চেয়ারম্যান করꦉার জন্য। যে পদে চেতন শর্মা আগেও ছিলেন। যদিও চেতন শর্মা বাদে বাকিরা নতুন মুখ। বিসিসিআই সচিব জয় শাহ পুরো বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন।
চেতন নির্বাচক প্রধান হিসাবে কাজ করবেন। তাঁর সঙ্গে থাকা শিবসুন্দর মধ্যাঞ্চলের প্রতিনিধি। দক্ষিণাঞ্চলের প্🌌রতিনিধি শরৎ, পশ্চিমাঞ্চল থেকে আঙ্কোলা এবং পূর্বাঞ্চলের প্রত🌃িনিধি সুব্রত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্💃থতার পর চেতন শর্মার নেতৃত্বে যে নির্বাচক কমিটি ছিল, সেটা ভেঙে নতুন কমিটি গঠনের জন্য প্রার্থীদের আবেদন পাঠাতে বলা হয়েছিল বিসিসিআই-এর তরফে। নতুন করে ফের 🅘চেতন শর্মাকেই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে, চেতন শর্মাকেই দায়িত্ব দিতে হলে, তাঁকে সরানোর নাটক কেন করা হল?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।