দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব♚ গান্ধী খেলরত্নের জন্য মিতালি রাজ ও রবিচন্দ্রন অশ্বিনের নাম প্রস্তাব করতে চলেছে বিসিসিআই, এমনটাই খবর 𝐆সংবাদ সংস্থা পিটিআইয়ের।
সেই সঙ্গে আরও শোনা যাচ্ছে যে, এবছর অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় বꦓোর্ড লোকেশ রাহুল, শি🦩খর ধাওয়ান ও জসপ্রীত বুমরাহর নাম প্রস্তাব করবে।
বুধবার এক বোর্ড কর্ত🍬া পিটিআইকে বলেন, 'কোনও মহিলা ক্রিকেটারের নাম এবছর অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হবে না। মি🦩তালির নাম প্রস্তাব করা হবে খেলরত্নের জন্য।'
গত বছর রোহিত শর্মার হাতে ওঠে খেলরত্ন পুরস্কার। হিটম্যানের আগে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানে ভূষিত হয়েছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। কোনও মহিলা ক্রিকেটার এখনও পর্যဣন্ত খেল🃏রত্নে ভূষিত হননি। এবার মিতালি খেলরত্নের অন্যতম দাবিদার।
২২ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মিতাল༺ি। সচিন তেন্ডুলকর ছাড়া আর কোনও ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে এতবছর বিচরণ করতে পারেননি। মহিলা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান রয়েছে মিতালির ঝুলিতেই।
অশ্বিন ও মিতালি ছাড়াও এবছর খেলরত্নের লড়াইয়ে থাকছেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুন🌊ীল ছেত্রী ও স্প্রিন্টার দ্যুতি চাঁদ। ছেত্রীর নাম প্রস্তাব করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। দ্যুতির নাম পাঠিয়েছে ওড়িশা সরকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।