শুভব্রত মুখার্জি
যে কোনও খেলার ক্ষেত্রেই সবথেকে বড় সমস্যা বয়স ভাঁড়িয়ে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করা। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। তবে এবার এইধরনের সমস্যা রুখতে আরও বড় পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃ🐟ত্বাধীন বিসিসিআই।
বয়স ভাঁড়িয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলা রুখতে নয়া এক সফটওয়্যারের সাহায্য নিতে চলেছে বিসিসিআই। বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিদের আশা, তাতে বিসিসিআইয়ের খরচ যেমন কমবে,ꩲ তেমন সিস্টেমে আসবে অনেক বেশি স্বচ্ছতা। সেই প্রক্রিয়ায় বয়স ভাড়ানো রুখতে এবার আরও কঠোর হচ্ছে বিসিসিআই।
ঘরোয়া ক্রিকেট🌠ে এই সমস্যা দীর্ঘদিনের। কয়েকটি ক্ষেত্রে সাসপেনশনের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। এই বছর আইপিএলে কেকেআরের হয়ে খেলা জম্মু কাশ্মীরের পেসার রশিক আলম বয়স ভাঁড়ানোর দায়ে দু'বছর নির্বাসিত ছিলেন। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা মনজ্যোত কালরাও বয়স ভাঁড়ানোয় দায়ে সাসপেন্ড হয়෴েছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনস্থ থাকা একাধিক রাজ্য সংস্থায় এই সমস্যা বর্তমান♏ে মহামারীর রূপ ধারণ করেছিল। সেই সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। বয়স ভাঁড়ানো রুখতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হবে।
আপাতত পরীক্ষামূলকভাবে গৃহীত হচ্ছে এই পদ্ধতি। সাফল্য আসলে পাকাপাকিভাবে তা অবলম্বন করা হবে। এতদিন বয়স পরীক্ষায় টিডব্লিউ পদ্ধ🧸তি ব্যবহার করত বিসিসিআই। বাঁ হাত এবং কবজির এক্স-রে করে বয়স পরীক্ষা হত। নতুন পদ্ধতিতে এক ধাক্কায় অনেকটা খরচ কমবে বলে মত বোর্ড কর্তাদের।
উ𒉰ল্লেখ্য, আগের পদ্ধতিতে এই পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি পরীক্ষার খরচ ২,৪০০ টাকা। যার ফল জানা যেত তিন-চার দিনের মধ্যে । প্রস্তাবিত পদ্ধতিতে দ্রুত বয়স নির্ণয় করার খরচ পড়বে মাত্র ২৮৮ টাকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।