স🍌ংখ্যাতত্ত্ব অদ্ভুতভাবে মিলিয়ে দিল ভারতের স্বাধীনতা দিবস ও সচিন তেন্ডুলকরের টেস্ট কেরিয়ারকে। এমন অবিশ্বাস্যভাবে হিসাব মিলে যাওয়ায় অবাক তেন্ডুলকর নিজেও।
১৫-৮-৪৭, অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে কেটে গিয়েছে ৭৪ বছর। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে সংখ্যাতত্ত্বে🐲র অবিশ্বাস্য খেল🌟া।
সচিনের টেস্ট কেরিয়ারের সঙ্গে ভারতের স্বাধীনতা দিবসের মিল হল, দেশ😼 ইংরেজ শাসনমুক্ত হওয়ার পর থেকে পেরিয়ে গিয়েছে ৭৪ বছর। সচিন তেন্ডুলকর কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে সংগ্রহ করেন ৭৪ রানꦓ।
কাকতলীয় বিষয় হল, শেষ ইনিংসে ৭৪ রান করার আগে পর🌼্যন্ত সচিনের টেস্ট কেরিয়ারের সার্বিক সংগ্রহ ছিল ১৫৮৪৭ রান, সংখ্যার নিরিখে যেটি বর্ণনা করে (১৫-৮-৪৭) ১৯৪৭ সালের ১৫ অগস্ট বা ভারতের স্বাধীনতা লাভের ঐতিহাসিক দিনটিকে।
এমন অদ্ভূত মিল খুঁজে𓄧 পাওয়া টুইটটির প্রতিক্রিয়ায় তেন্ডুলকর লেখেন, ‘কখনও ভাবিনি যে, সংখ্যা এমনও খেলা খেলতে পারে। কী অসাধারণ মিল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
সচিন তেন্ডুলকর তা﷽র আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় আলাদা করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান দেশবাসীকে। একা তেন্ডুলকরই নন, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, অনিল কুম্বলে, অজিত আগরকর, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মহম্মদ কাইফ, যুবরꦛাজ সিং, হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফরের মতো প্রাক্তন তারকারাও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।