শুভব্রত মুখার্জি: চলতি অ্যাসেজ সিরিজে একেবারেই সুবিধাজনক অবস্থাতে নেই জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড টিম। প্রথম দুই টেস্ট ম্𒀰যাচের পরে আপাতত ২-০ ফꦍলে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সূত্রের খবর, অধিনায়ক জো রুটের সাম্প্রতিক পারফরম্যান্সে একেবারেই খুশি নন কর্তারা। ফলে অ্যাসেজের পরেই সিনিয়র জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব সম্ভবত নিতে চলেছেন বেন স্টোকস।
প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন মনে করেন, জো রুটের চেয়ে বেন স্টোকস জাতীয় টেস্ট দলের অধিনা📖য়ক হিসেবে অনেক বেশি দক্ষ অধিনায়ক। ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি রুটের থেকে অনেক ভালো বেন স্টোকস। প্রথম টেস্টে গাব্বাতে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তের ফলে চরম সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল রুটকে। দ্বিতীয় অ্যাডিলেড টেস্টেও ইংল্যান্ড বোলাররা সঠিক লেন্থে বল করেননি, এই কথা বলার পরেই তাঁকে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
রুটের বক্তব্য শোনার পরে পন্টিংয়ের বক্তব্য ছিল, ‘আমি তো এই কথা শুনে চেয়ার থ🅷েকে পড়ে যাচ্ছিলাম। তুমি কেন তাহলে তাদের তা বদলাতে বলোনি ? তুমি অধিনায়ক তাহলে আছ কেন ?𒊎 তুমি যদি নিজের বোলারদের কোন লেন্থে বল করতে হবে, সেই বিষয়ে প্রভাবিত করতে না পারো, তাহলে কীসের অধিনায়ক তুমি ?’ ইয়ান চ্যাপেলও মনে করেন বেন স্টোকসের অধিনায়কত্ব দলের মধ্যে অনেক বেশি স্থিরতা আসবে। যা বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজনীয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।