একেই বলে, ওস্তাদের মার শেষ রাতে। শুরু থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তপন মেমোরিয়ালের শাহবাজ আহমেদ। তবে ফাইনালে এসে প্রয়োজনের সময় নিজের সেরাটা মেলে ধরলেন তিনি। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্൩স করে একার হাতে বিধ্বস্ত করেন মোহনবাগানকে। অধিনায়কোচিত দৃঢ়তায় উদ্বোধনী বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন করেন তপন মেমোরিয়ালকে।
ইডেনে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে প্রথমে ব্যাট করে তপন মেমোরিয়াল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে। একসময় ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে অনবদ্য হাফ-সেঞ্চুরি করে শাহবাজই দলকে লড়াই করার রদস এনে দেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১🐠 বলে ৫৪ রান করে আউট হন। এছাড়া কাইফ আহমেদ করেন ৩৯ রান।
মোহনবাগানের হয়ে ২টি করে উইকেট নেন আকাশ দীপ ও রাজকুমার♔ পাল। ১টি করে উইকেট নেন অনুরা🍬গ তিওয়ারি ও প্রিম্স যাদব।
জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান ১৮ ওভারে ১১২ রানে অল-আউট হয়ে যা🅺য়। অনুষ্টুপ মজুমদার ৪৬ ও বিবেক সিং ৩০ রান করেন। বাকির🦹া কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
শাহবাজ ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৫টি উ♋ইকেট দখল করেন। টুর্নামেন্টের সেরা বোলিং করে তপন মেমোরিয়ালের জয় নিশ্🦋চিত করেন তিনি। তপন মেমোরিয়াল ৩৩ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাহবাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।