বেঙ্গল ওমেনস টি-২০ ব্লাস্টের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেল ইস্টবেঙ্গꦦল ক্লাব। এরিয়ান ক্লাবকে তারা ৩৫ রানের ব্যবধানে হারিয়ে দেয়ꦫ। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে লাল-হলুদ শিবিরকে কার্যত একাই জয় এনে দেন বৃষ্টি মাজি।
প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৭ রান তোলে। বৃষ্টি ৬টি বাউন্ডারജির সাহায্যে ৩০ বলে ৩১ রান করেন। ১৮ রান করেন অঙ্কিতা চক্রবর্তী🌺। ক্যাপ্টেন রুমেলি ধর মাত্র ২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি তৃষিতা সরকার।
অপর্ণা মণ্ডল ৯ রান করে সাজঘরে ফেরেন। পূজা রজক আউট হন ১০ রান করে। তিথি দাস ১১ ও ঝুম্পা রায় ২ রান করে অপরাজিত থাকেন। ১২ রানে ২টি উইকেট নিয়েছেন এরিয়ানের মেঘা ঘোষ। ২৩ রা🐭নে ২টি উইকেট নেন কোয়েল সূত্রধর। ১৬ রানে ১ উইকেট নিয়েছে ঝুমিয়া খাতুন।
জবাবে ব্যাট করতে নেমে এরিয়ানের মেয়েরা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৬২ রানে আটকে যায়।🦄 দলের হয়ে সব থেকে বেশি ২২ রান করে ঝুমিয়া। ১২ রান করেছেন প্রগতি প্রসাদ। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
ইস্টবেঙ্গলের হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৪ রানের বিনিময়ে🌳 ৩টি ๊উইকেট দখল করেন বৃষ্টি। ৫ রানে ২টি উইকেট নিয়েছেন স্বস্তিকা কুণ্ডু। ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন শ্রেয়সী আইচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।