এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি চলছে। এই ম্যাচে প্রথমে ব্য💯াট করে স্বাগতিকদের সামনে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। এই স্কোর তাড়া করতে গিয়ে ইংলিশ দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতীয় সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম বলেই জেসন রয়কে বোল্ড করে গোল্ডেন ডাক করেন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বিপজ্জনক জোস বাটলারকে প্যাভিলিয়নের পথ দেখান ভুবি। ভারতকে এমন জ্বলন্ত সূচনা এনে রেকর্ডের ঝড় তুলেছেন ভুবনেশ্বর কুমার। চলুন জেনে নেওয়া যাক জেসন রয়ের উইকেট নিয়ে কী আশ্চর্যজনক রেকর্ড করলেন ভুবি-
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ওভারেই সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ভুবনেশ্বর কুমার। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের প্রথম ওভারেই নিয়েছেটিন ১৪ উইকেট। এই দৌড়ে ইংল্যান্ডের ডেভিড উ𓃲ইলিকে পিছনে ফেলেছেন তিনি, যার নামে প্রথম ওভারেই ১৩টি উইকেট রয়েছে।
আরও পড়ুন… 🌱আন্তর্জাতিক T20 থেকে কবে নেবেন অবসর? ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক অ🔥্যারন ফিঞ্চ
টি-টোয়েন্টিতে প্রথম বলেই দ্বিতীয়বার ✃উইকেট নিলেন ভুবি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারা। তিনি এই কীর্তি তিনবার করেছেন। ভুবি ছাড়াও প্রথম বলেই দুꦅবার উইকেট নিয়েছেন টিম সাউদি, ডেভিড উইলি ও মাশরাফি মুর্তজা।
ভুবনেশ্বর কুমার T🍬20I পাওয়ারপ্লেতে ৫০০টি ডট বোলিং করা প্রথম বোলার। এই তালিকায় স্যামুয়েল বদ্রি (৩৮৩🐈) দ্বিতীয়, টিম সাউদি (৩৬৮) তৃতীয় এবং মিচেল স্টার্ক (৩৫৪) চতুর্থ।
আরও পড়ুন… আন্তর্জাতিক T20 থেকে ဣকবে নেবেন অবসর? ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ
অন্যদিকে, আমরা যদি জোস বাটলারের কথা বলি, ভুবনেশ্বর কুমার এই ব্যাটসম্যানকে ৫ম বারের মতো টি-টোয়েন্টিতে নিজ🍌ের শিকারে পরিণত করেছেন। ভুবনেশ্বরের সামনে, বাটলার ৬৯ বলে মাত্র ৬৬ রান করেছেন এবং এই সময়ে তিনি পাঁচ বার আউট হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।