মাঠে নেমেই গোল করে মোহনবাগানের হয়ে আইএসএলের কণিষ্ঠতম গোলস্কোরার হলেন কিয়ান নাসিরি। ম্যাচের ইনজুরি টাইমে জ্বলে উঠেন নাসিরি। জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে সবুজ মেরুনকে ৩-১ জেতান জামশেদ নাসিরি পুত্র। কিয়ানের গোলে ৩৮১তম কলকাতা ডার্বি নিজেদের নামে করল এটিকে মোহনবাগান। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে যখন একের পর এক গোল করছেন কিয়ান, সেই খবর শুনে তখন গর্বিত হচ্ছেন কিয়ান নাসিরির কাকা আটের দশকের ভারতীয় ফুটবলের ‘বেতাজ বাদশা’ মজ💞িদ বিসকার। আসলে জামশেদ নাসিরির পুত্রকে নিজের ভাইপো বলেন মজিদ 🐟বিসকার। ভাইপোকে নিয়ে তাই এদিন গর্বিত হলেন মজিদ।
মজিদ বলেন দুই বছর আগেই কিয়ানের স্কিল দেখেছিলেন তিনি। কিছুক্ষণ দেখার পরেই মজিদ বুঝেছিলেন কিয়ান খুব ভালো পারফর্ম করবে এবং অনেক সাফল্য পাবে। মজিদ ব✤লেন, ‘দুই বছর আগে কলকাতায় এসে কিছুক্ষণের জন্য সিসিএফসি-ত🧸ে গিয়েছিলাম। কলকাতায় থাকার সময় ওখানে কত আড্ডা দিয়েছি। তাই আমার সম্মানে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানেই কিয়ানের স্কিল দেখেছিলাম। একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওর খেলা দেখে।’
প্রিয় বন্ধু জামশেদ নাসিরি তাঁকে কিয়ানের হ্যাটট্রিকের ভিডিয়ো পাঠাবেন। সেটা জেনে মজিদের যেন তর আর সইছে না। দুই বছর আগে কলকাতায় এসেছিলেন মজিদ। তখন কিছুটা সময় কিয়𓆏ানের সঙ্গেও কাটিয়েছিলেন। সেই কথাও জানালেন মজিদ। তিনি কিয়ানের গোল নিয়ে বলতে গিয়ে বলেন, ‘কিয়ান ডার্বিতে হ্যাটট্রিক করেছে! বাবার রক্ত বলে কথা। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। নাসিরকে ফোন করব। আপনিও বলে দেবেন ও যেন গোলের ভিডিয়োগুলো পাঠিয়ে দেয়। কিয়ানকে আশীর্বাদ করলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।