টিম ইন্ডিয়ার প্রিমিয়ার ব্যাটার বিরাট কোহলি আসন্ন এশি🍸য়া কাপে অ্যাকশনে ফিরতে প্রস্তুত। ২৭ অগস্ট থেকে সংযুক্ত আরব আমির শাহিতে শুরু হবে এশিয়া কাপের লড়াই। ভারত নামবে ২৮ অগস্ট। রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরা🍸ট কোহলি নিজের ফর্মে নেই। ভক্তরা আসন্ন মহাদেশীয় ইভেন্টে কোহলির ভাগ্য পরিবর্তনের আশা করছেন। কোহলি ভারতের সফল ইংল্যান্ড সফরের পর থেকে বিরতিতে রয়েছেন।
এমন অবস্থায় নিজেকে প্রমাণের চাপটা আরও বাড়িয়ে দিয়েছে কোহলির। ইংল্যান্ডের সব ফর্ম্যাটে কোহলি যে ছয়টি ইনিংস খেলেছেন তাতে ডানহাতি ব্যাটার একটিও হাফ সেঞ্চুরౠি করতে ব্যর্থ হয়েছেন। ২০ হল সফরে তাঁর সর্বোচ্চ স্কোর।
ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার আকাশ চোপড়া ইএসপিএনক্রিকইনফোতে নিজের সর্বশেষ লেখায় কোহলির দুর্বল ফর্ম নিয়ে একটি বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যদিও কোহলির ‘ক্লা🔜স এবং দক্ষতা’ সম্পর্কে কোন সন্দেহ নেই, তবে তিনি দাবি করেছেন যে বিশ্বমানের ব্যাটার হিসাবে তাঁর দক্ষতা একটি বড় হ্রাস হয়েছে।
আরও পড়ুন: সচিন-সেহওয়াগ অতীত⛄, বর্তমানে ভারতের এই তরুণকে বল করতে চান ব্রেট লি
আকাশ চোপড়া লিখেছেন, ‘বিরাট কোহলির ক্লাস এবং তার দক্ষতা নিয়ে কারও মনে কোন সন্দেহ নেই, এবং এমনকি যদি সে এখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর রান নাও করে, তবুও তাঁ👍কে খেলার সেরাদের একজন হিসাবে গণ্য করা হবে। একজন মানুষ যিনি অতিমানবীয় কাজ করেছেন এবং তিনটি ফর্ম্যাটেই আয়ত্ত করেছ꧃েন প্রায় অন্যদের মতো নয়।’
তিনি আরও লিখেছেন, ‘তবুও, এটাও লুকানো যায় না যে জাদুর কাঠির মতো কাজ করা ব্যাট এখন আর তার আদেশ মানছে না। হিটের ⛎চেয়ে বেশি মিস হচ্ছে। অজেয়তার আভা ম্লান হয়ে গেছে এবং তার উপস্থিতি বোলারদের মনে আগের মতো ভয় জাগায় না।’
আরও পড়ুন: খেলা চলাক𒆙ালীন গ্যালারিতে যৌনমিলনের অভিযোগ, তদন্তে পুলিশ
যদিও এটা সত্য যে কোহলি ফর্মে ফিরতে অনেক সংগ্রাম করেছেন। তিনি বর্তমানে টুর্নামেন্টের ইতিহাসে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলি টুর্নামেন্টে ১৪ ইনিংসে ৭৬৬ রান সংগ্রহ করেছেন এবং ভক্তরা তর্কযোগ্যভাবে ভারতের অন্যত♈ম সেরা ব্যাটার থেকে অনুরূপ প্রদর্শনের আশা করবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।