൩ শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের দীর্ঘদিনের পুরানো ‘রোগ’ বল ট্যাম্পারিং। বর্তমান দিনে টেকনলজির উন্নতি, একাধিক ক্যামেরার উপস্থিতির ফলে এই সমস্যা কিছুটা কমলেও চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফের ধরা পড়ল প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার রবি বোপারার কুকীর্তি। নখ দিয়ে বলের সিম বিকৃতি ঘটনোর তার প্রয়াস ধরা পড়ে গেল ক্যামেরাতে। খুলনা টাইগার্সের বিরুদ্ধে সোমবার বল ট্যাম্পারিং করে ধরা পড়েন সিলেট সানরাইজার্সের অধিনায়ক। ইংলিশ ক্রিকেটার রবি বোপারার বিষয়টি আম্পায়রদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ।
🅠বিষয়টি নিয়ে গতকাল থেকেই তোলপাড় শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট মহল । বোপারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। মঙ্গলবার বিপিএল কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে বোপারা এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন। খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই ঘটনাটি ঘটান বোপারা।
🤡টিভি ক্যামেরায় ধরা পড়েন তিনি। নিজের প্রথম ওভারে বল করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে খুঁটে বল বিকৃতির চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়রদেরও চোখ এড়ায়নি। তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি দেওয়া হয় সিলেটকে। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে ৫ রান দেওয়া হয়। ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়র মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল ফেরত নেন।
🔯এরপর নতুন বল দিয়ে খেলা শুরু হয়। ম্যাচ খুলনা টাইগার্স ১৫ রানে জেতে। এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তবে বোপারা আপিলের সুযোগ পাবেন। তার শাস্তি কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ৭৫% ম্যাচ ফি জরিমানা দিয়ে ছাড়া পেতে পারেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।