২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া পৌঁছেছে ভারতীয় দল। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলার দুই সপ্তাহ আগে সেখানে পৌঁছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে টিম ইন্ডিয়া। দলে অনেক খেলোয়াড় আছেন যারা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে নির্বাচিত হয়েছেন। আবার দলে এই মুহ𓆏ূর্তে কিছু খেলোয়াড় রয়েছেন যারা প্রথমবারের মতো অস্ট্রেলিয়া খেলতে এসেছেন। সেই খেলোয়াড়দের তালিকায় রয়েছে সূর্♏যকুমার যাদবের নামও।
প্রথম নেট সেশনের পরে,সূর্যকুমার যাদব বলেছিলেন যে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে নামার জন্য উন্🍌মুখ ছিলেন। তার পেটে যেন প্রজাপতি উড়ছিল। নেট সেশনের পর খুব ভালো লাগছে তাঁর। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কীভাবে নিজেকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন সূর্যকুমার যাদব সেটাও জানিয়েছেন ভারতের ‘স্কাই’।
আরও পড়ুন… T20 WC 2022-এ দলে জায়গা না পেয়ে হতাশ শার্দুল, ঠাকুরের লক্ষ্য এখন 🐭ODI WC 2023
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে সূর্যকুমার যাদব বলেছেন,‘আ𒉰মি এখানে আসার জন্য এবং এখানে আমার প্রথম অনুশীলন সেশনের জন্য অপেক্ষা করছিলাম। মাঠে গিয়ে নামা,সেখানে দৌড়ান.. এই সবটা অনুভব করতে চেয়েছিলাম। আমার প্💞রথম নেট সেশনটি দুর্দান্ত ছিল। আমি দেখতে চেয়েছিলাম উইকেটে পেস কেমন রয়েছে। বাউন্স কেমন রয়েছে। সেই কারণেই আমি শুরুটা একটু ধীরে গতিতে করেছিলাম।
সূর্💦যকুমার যাদব আরও বললেন,‘হ্যাঁ,আমার পেটে যেন প্রজাপতি উড়ছিল.. আমি একটু কৌতূহলী ছিলাম। কিন্তু একই সঙ্গে আপনাকে এꦯটাও দেখতে হবে কিভাবে আপনি এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবেন। আমি কৌতূহলী,কিন্তু আমার প্রক্রিয়া এবং রুটিনও অনুসরণ করতে হবে।’
আরও পড়ুন… প্রশ্꧑ন করার আগে বিষয়টি দꦓেখে নেবেন, হঠাৎ কেন চটলেন শার্দুল ঠাকুর
ভারতের এই ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান আরও বলেন,‘অভ্যাসের সময় 🍸আমি অনুভব করেছি যে উইকেটে বাউন্স আছে এবং উইকেটে গতিও রয়েছে। মাঠের ডাইমেনশনও রয়েছে.. লোকে বলে এখানকার মাঠ একটু বড়। তাই আপনাকে আপনার গেম প্ল্যান প্রস্তুত করতে হবে,আপনি এখানে কীভাবে রান করতে যাচ্ছেন.. এই সমস্ত জিনিস অবশ্যই দেখতে হবে।’
আমাদের জানিয়ে দেওয়া যাক, এই সময়ে নেট বোলার ছাড়াও ১৪ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছে টিম ইন্ডিয়া। ইনজুরির পর জসপ্রীত বুমরাহের বদলি হিস💧েবে এখনও ঘোষণা করেনি ভারত। একই সঙ্গে সামনে এসেছে একটি দুঃসংবাদও। স্ট্যান্ডবাই প্লেয়ারদের মধ্যে থাকা দীপক চাহারও ইনজুরিতে পড়েছেন,তার জন্য অস্ট্রেলিয়া যাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।