শুভব্রত মুখার্জি: দুরন্ত লড়াই করে সেমিফাইনাল ম্যাচ জিতে বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে পৌঁছে গেলেন ভা♐রতের হয়ে দু'বারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। তার চিরপ্রতিদ্বন্দ্বী জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। উল্লেখ্য এই সেমিফাইনালের আগের দিনেই গ্রুপ-এ'র প্রথম দুটো ম্যাচ জেতার পরে তার শেষ ম্যাচে হেরেছিলেন সিন্ধু। হেরেছিলেন প্রথম বাছাইജ পম্পাউই চোচুওঙ্গের কাছে। তবে তার আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল।
এদিনের ম্যাচে ৭০ মিনিটের কঠিন লড়াই জিতে ফাইনাল🃏ে পৌঁছে গেলেন সিন্ধু। দ্বিতীয় বাছাই আকানে ইয়ামাগুচღির বিরুদ্ধে বিশ্বমানের ব্যাডমিন্টন খেলতে দেখা গেল সিন্ধুকে। ম্যাচের ফল সিন্ধুর পক্ষে ২১-১৫,১৫-২১,২১-১৯। উল্লেখ্য দুই শাটলারের মধ্যে এটি ছিল ২১ তম লড়াই। যাতে শেষ হাসি হাসলেন সিন্ধু। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ নবীন কোরিয়ান প্রতিপক্ষ।
কোরিয়ার নবীন শাটলার আন সিইয়ং এদিন অপর সেমিফাইনালে হারিয়ে দিলেন টুর্নামেন্টে🌱র প্রথম বাছাই থাইল্যান্ডের পম্পাউই চোচুওঙ্গকে। খেলার ফল কোরিয়ার শাটলারের পক্ষে ২৫-২৩,২১-১৭। ফাইনালে সিন্ধুর প্রতিযোগিতা কঠিন হতে চলেছে। কারণ শেষ তিন সপ্তাহে আন সিইয়ং তার তৃতীয় খেতাব জয়ের লড়াইয়ে নামছেন। এর আগে তিনি ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং ইন্দোনেশিয়ান ওপেনের খেতাব জিতেছেন কোরিয়ার এই তারকা শাটলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।