Chess Olympiad match boycotts: ৪৫তম দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতেছে ভারত। অন্যদিকে শীর্ষ পচাত্তর প্রতিযোগীর তালিকায় নেই বাংলাদেশের কেউ। হাঙ্গেরির বুদাপেস্টে গত রাতে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে ভারতের ছেলে এবং মেয়েরা সোনা জিতে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিযোগীকে নিয়ে উঠে আসছে এক অন্য খবর। আসলে এবার দাবা অলিম্পিয়াডে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মস্তিষ্কের এই লড়াইয়ে উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইজরায়েল-প্যালেস্তাইন লড়াই। বিꦆশ্বে চলা এই যুদ্ধ নিয়ে দাবাড়ুরা সরব ﷽হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব।
কী লিখলেন রাজীব?
আসলে প্যালেস্তাইন আগ্রাসনের প্রতিবাদে ইজরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধেꦉ ম্যাচ বয়কট করে আলোচনায় চলে এসেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। দাবা অলিম্পিয়াডে তাঁর ম্যাচ না খেলার সংবাদটি দাবা জগতে তুমুল আলোচনা তৈরি করেছে। রাজীবের ইচ্ছাকৃতভাবে ম্যাচ না খেলার তথ্যটি জানলে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) বাংলাদেশকে নিষিদ্ধ করতে পারে বলে মনে করা হচ্ছে। হাঙ্গেরি থেকে বাংলাদেশের দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সমকালকে জানান, ‘ফিদেকে তো আমরা জানাইনি, ইজরায়েলের সঙ্গে খেলা পড়ছে বলে সে (রাজীব) খেলেনি। এটা বললে তো বাংলাদেশকে নিষিদ্ধ করে দেবে।’
বুদাপেস্টে নবম রাউন্ডের পর দশম রাউন্ডে ঠিক হয় বাংলাদেশের প্রতিপক্ষ ইজরায়েল। দেশটির চার দাবাড়ুর বিরুদ্ধে খেলোয়াড় তালিকায় রাজীব ছাড়াও ছিলেন আন্তর্জাতিক 🎉মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা ও তাহসিন তাজওয়ার জিয়া। এটা জানার পরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে এনামুল হোসেন রাজীཧব জানান, ইজরায়েলের বিরুদ্ধে খেলবেন না।
রাজীবের এই স্ট্যাটাস চোখে পড়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু রাজীবই নন, ইজরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও মনন রেজা নীড়ও খেলতে চাননি। সে ক্ষেত্রে নিয়াজের নাম বাদ গেলেও চারজনের তালিকায় ছিল রাজীব ও মনন রেজার নাম। ফিদে মাস্টার মনন রেজা নীড় ইজরায়েলেꦓর গ্র্যান্ডমাস্টার গোস্টেইন আইডোরকে হারিয়ে চমক দেখান।
বাংলাদেশের দাবা ফেডারেশন বিষয়টি কীভাবে নিয়েছে?
গ্র্যান্ডমাস্টার রাজীবের না খেলার বিষয়টি দেশে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করার কথা দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীমের। তাঁর যুক্তি হল, দেশে থাকা অবস্থায় বললে অন্য ছয় নম্ব🎉র খেলোয়াড়কে হাঙ্গেরিতে নিয়ে আসতেন, ‘আমাদের সব প্লেয়ারই জানে, ইজরায়েল একটা দেশ যারা দাবা খেলে। সে (রাজীব) বা অন্য কোনও খেলোয়াড় বলেনি ღযে ইজরায়েলের সঙ্গে খেলা পড়লে আমরা খেলব না।’
আরও পড়ুন… সবে ৩৪টি টেস্ট খেলেছে, এখনই ঋষভকে 🅠সেরা বলা ঠিক নয়: ধোনি-পন্তের🔜 তুলনা নিয়ে মুখ খুললেন কার্তিক
তিনি আরও বলেন, ‘দেশে তো আমাদের কোনও প্লেয়ারই বলেনি। কেউ যদি বলত, আমরা ছয় নম্বর যে আছে, তাকে নিয়ে আসতাম। অথবা সরকারকে জিজ্ঞেস করতাম, ইজরায়েলের সঙ্গে খেলা পড়লে আমরা খেলব কিনা? সরকার যদি বলত, তোমরা খেলবে না, তখন তো একটা সমস্যার সমাধান হত। আর যদি বলত খꦛেলতে বাধ্য, তখন আমরা আলোচনা করতাম, যে তোমাদের খেলত🎃ে হবে। না খেললে আমরা প্লেয়ার পরিবর্তন করে নিয়ে আসতাম।’
এনামুল হোসেন রাজীব কী বলেন?
এনামুল হোসেন রাজীব বলেন, ‘ইজরায়েল কিংবা তাদের খেলোয়াড় বা জনগণের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। তারা যেভাবে প্যালেস্তাইন মানুষের ওপর হামꦿলা করেছে, সেটার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ।’ বাংলাদেশের ফেডারেশেনর বিরুদ্ধে রাজীব বলেন, ‘আমরা এখানে এসেছি কোনও প্রস্তুতি নেই, কোচ নেই। এসব দেখার লোক কই! এখন আমি এক রাউন্ড খেলিনি, তাতেই আমাকে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। যদি এক রাউন্ড না খেলায় শাস্তি দেয়, তাহলে কী আর করা যাবে!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।