টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আইপিএল নিলামেও কোনও দল আগ্রহ দেখায়নি। এই অবস্থায় রাজ্যদল সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্𝓀রফিতে মাঠে নামেন চেতেশ্বর পূজারা। তবে জাতীয় দল থেরে দূরে থাকার সময়টায় মাঠের বাইরে থাকতে কোনওভাবেই রাজি নন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা। বরং কাউন্টি ক্রিকেটে নিজেকে ফের একবার যাচাই করে নিতে চলেছেন চেতেশ্বর।
আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের জন্য সাসেক্সে যোগ দিলেন পূজারা। তিনি অজি তারকা ট্রেভিস হেডের জায়গায় সই করলেন কাউন্টি ক্লাবে। হেড এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন। তিনি সাসেক্সের কাছে আবেদন জানিয়েছিলেন চুক্তি থেকে মুক্তি দেওয়ার। ঠাসা আন্তর্জাতিক সূচি ও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই আপাতত কাউন্টি 𝔉ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন হেড। সাসেক্সের স্কোয়াডে তাঁর অভাব পূরণ করবেন পূজারা।
উল্লেখ্য, পূজারা এর আগে ইয়র্💞কশায়ার, ডার্বিশায়ার ও ন🧸টিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। সাসেক্স হতে চলেছে তাঁর চতুর্থ কাউন্টি ক্লাব।
সাসেক্সের তরফে সোশ্যল মিডিয়ায় বিজ্ঞপ🎃্তি জারি করে পূজারাকে সই করানোর কথা জানানো হয়েছে। তিনি চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই যোগ দেবেন ক্লাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।