হাতে ছিল নিতান্ত ছোটখাটো পুঁজি, তাতেই দুর্দান্ত লড়াই বাংলার বোলারদের। বিশেষ করে প্রদীপ্ত প্রামানিকের আক্রমণ সামলাতে হিমশিম খান ত্রিপুরার ব্যাটসম্যানরা। যার ফলে অনূর্ধ্ব-২▨৫ সিকে নাইডু ট্রফির ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নেয় বাংলা।
বাংলার ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ত্রিপু൩রা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৫৮ রানে। ওপেনারꦚ বিক্রম দাস দলের হয়ে সব থেকে বেশি ৭৩ রান করেন। এছাড়া শ্রীদাম পাল ১৯ ও বি দেবনাথ ২১ রান করেন।
প্রদীপ্ত প্রামানিক ৩৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৪২ রানে ৩ উইকেট নেন এ মিশ্র। ২৯ রানে♍ ১টি উইকেট নিয়েছেন অর্ক সরকার। ৩ রানে ১টি উইকেট নেন কৌশিক মাইতি। সুতরাং, প♐্রথম ইনিংসের নিরিখে ১০২ রানে এগিয়ে থাকে বাংলা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করত🏅ে নেমে বা﷽ংলা দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন সুদীপ ঘরামি। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন। ৭২ বলে ২৯ রান করে নট-আউট রয়েছেন শাকির হাবিব গান্ধী। তিনি ৩টি চার মেরেছেন। ১৫ রান করে আউট হয়েছেন অঙ্কুর পাল। আপাতত বাংলার হাতে লিড রয়েছে ২০২ রানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।