বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মিক্সড টিম ইভেন্টে ভারত রুপো জেতার পরে পিভি সিন্ধুর সঙ্গে তাঁর কোরিয়ান কোচ পার্ক তায় সাং সোশ্যল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘সত্যি বলতে আমি রুপোর রংটা পছন্দ করি না।’ সপ্তাহ🐻 ঘুরতে না ঘুরতে স💧িন্ধু পদকের রং বদলে নেন। ওমেনস সিঙ্গলসে সোনা জিতে সঙ্গত কারণেই উচ্ছ্বাসে ভাসেন পুসারলা।
সিন্ধুর উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। কেননা, এর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। গোল্ড কোস্ট কমনওয়েলথে জেতেন রুপো। এই প্রথমবার তিনি কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জেতেন। চ্যཧাম্পিয়ন হওয়ার পরে কোচের সঙ্গে সেলিব্রেট করতে দ꧙েখা যায় সিন্ধুকে।
আরও 🔴পড়ুন:- ওয়ার্নারের ইনস্টাগ্রাম পোস্টে🍃 সিন্ধুর ছবি, প্রতিক্রিয়া দিলেন অজি ক্রিকেটারের স্ত্রী
২০১৯ থেকে সিন্ধুর কোচের দায়িত্ব পালন করা পার্কও ছাত্রীর এমন সাফল্যে যারপরনাই খুশি। পিভি গোল্ড মেডেল জেতার পরে তিন🉐ি নিজের উচ্ছ্বাসটা লুকিয়েও রাখেননি। তবে কথায় কথায় সাং জানিয়ে দেন, খেলার মাঝে সিন্ধু হতাশ হয়ে পড়লে তিনি কীভাবে তাঁর মাঠা ঠান্ডা করেন এবং কী বলে তাঁকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।