বি♚শ্ব ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম কাউন্টি ক্রিকেট। শুধু ইংল্যান্ডের ক্রিকেটাররাই নন, বিশ্বের সব দলের ক্রিকেটাররাই নিজেদেরকে ঝালিয়ে নিতে বা ফর্মে ফিরতে আসতে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। অনেক বড় মাপের ক্রিকেটারকেই এই টুর্নামেন্ট খেলতে দেখা গিয়েছে।
আবার এই টুর্নামেন্টে মজার ঘটনা ঘটতেও দেখা যায়। এবারও তেমনই এক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট। এই মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডি🙈ভিশনের খেলা চলছে। আর সেই ম্যাচে মুখোমুখি হয়েছে এসেไক্স এবং সামারসেট। প্রথমে ব্যাট করতে নেমে এসেক্স ৯ উইকেট হারিয়ে ৪৬২ রানের মাথায় ডিক্লেয়ার ঘোষণা করে। দুর্দান্ত ব্যাটিং করেন অ্যালিস্টার কুক। ১৯টি বাউন্ডারির সৌজন্যে ২৪৪ বলে ১২৮ রান করেন তিনি। পাশাপাশি ম্যাট ক্রিটচলে ১৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১৪৩ বলে ১২১ রান করেন।
এরপরই ঘটে মজার সেই ঘটনা। বড় রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নামে সামারসেট। শুরু থেকেই উইকেট হারাতে থাকে সামারসেট। শুধুমাত্র ডিকসন ৮২ রান করেন। এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। তবে এই ম্য়াচে মজার এবং বিতর্কিত ঘটনা ঘটতেও দেখা যায়। ৪২ ওভারের মাথায় বল করতে আসেন হর্মার। ওভারের একেবারে শেষ বলে ক্রাইগ ওভার্টন ক্যাচ তুলে দেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ব্রাউনির হাতে। তবে প্রথমের দিকে মনে হয়েছিল সেই বলটি ব্রাউনির পায়ের সামনে ড্রপ পড়ে গিয়েছে। মাঠে থাকা আম্পায়ারও তেমনটাই ভাবেন। কিন্তু তৃতীয় আম্পায়ার ভালো করে দেখে ꦛআউট ঘোষণা করেন।
যদিও ♎তৃতীয় আম্পায়ারের কাছেও এই আউট দেওয়া খুবই কঠিন কাজ ছিল। কারণ ব্রাউনি যেখানে দাঁড়িয়েছিলেন ভিডিয়োতে এমনটাই মনে হয়েছে যে ঠিক পায়ের সামনেই বলটি ড্রপ পড়ে। কিন্তু না, ভালো করে দেখার পর মনে হয়েছে মাটিতে বলটি ড্রপ পড়েনি। বরং ব্রাউনির জুতোয় বলটি লাগে এবং দ্বিতীয় সুযোগেই ক্যাচটি ধরে ফেলেন। ক্রাইগকে মাত্র ২৩ রানে ফিরিয়ে দেন হার্মার।
ক্রাইগের এই উইকেটের পরই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশে𒊎ষ করে সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারদের তুলোধেনা করা হচ্ছে। তবে যে ভিডিয়োটি সামারসেট তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তাতে বোঝা যাচ্ছে ব্রাউনির পায়ে বল লাগে। অবশ্য এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যা🌟য় সামারসেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।