ষষ্ঠ দিন ভারতের বেশ ভালো কেটেছে। ভারোত্তোলনে লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছে🍎ন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং-ও। জুডোতে আবার তুলিকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিত করেছেন। হকিতে ভারতের মহিলা দল কানাডাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার ৮-০ গোলে হারায় কানাডাকে। বক্সিংয়ে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাস এবং নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গেমস꧋ে যোগ দিতে আদালতে যেতে হয়েছি🅠ল, সেই তেজস্বিন পদক জিতে ইতিহাস লিখলেন
এ দিকে ইতিহাস গড়েছেন ꦡবাংলার ছেলে সৌরভ ঘোষাল। প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। পাশাপাশি কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে হাই জাম্পে পদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন তেজস্বিন শঙ্কর। হাই জাম্পে প্রথম বার কোনও ভারতীয় গেমসে পদক জিতলেন। ব্রোঞ্জ জিতেছেন তেজস্বিন। এ ছাড়াও জুডো থেকে তুলিকা মান রুপো জিতে নজর কেড়েছেন।
আরও পড়ুন: কোচকে ⛎নিয়ে রিং-এর বাইরের লড়াইয়ে জিতলেও, কোয়ার্টারে হেরে বসলেন লভলিনা
ক্রিকেটে আবার বড় জয় পেয়েছে ভারতের মেয়েরা। বার্ꦛবাডোজকে গ্রুপের শেষ ম্যাচে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনꦏালে উঠেছে টিম ইন্ডিয়া।
গেমসের সপ্তম দিনে ভারতের ক্রীড়াসূচি:
অ্যাথলেটিক্স
দুপুর আড়াইটে- মহিলাদের হ্🍒যামার থ্রো-এর কোয়ালিফাইং রাউন্ড - সরꦇিতা সিং, মঞ্জু বালা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।