কমনওয়েলথ গে🌼মসে অলিম্পিক্সের পদকজয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই আবারও বিতর্কে জড়ালেন। বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন লভলিনা। যাইহোক, তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে ফিরে যান গেমস ভিলেজে।বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলে উদ্বোধনী অনুষ্ঠান। লভলিনা, ভারতীয় বক্সিং-এর আরেক সদস্য, মহম্মদ হুসামুদ্দিনের স♓ঙ্গে স্পোর্টস কমপ্লেক্সে ফিরে আসেন। কারণ তাদের শনিবারের ম্যাচের জন্য রিং-এ প্রবেশ করতে হত।
আরও পড়ুন… লভলিনার ব্যক্ত🔴িগত কোꦯচকে নিজের ঘর ছেড়ে দিলেন মহিলা দলের বক্সিং কোচ ভাস্কর ভাট
উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘন্টা ধরে চলেছিল এবং লভলিনা ভারতীয় বক্সিং কন্টিনজেন্টের অন্য সদস্য মহম্মদ হুসামুদ্দিনের সঙ্গে স্পোর্টস ভিলেজের জন্য তাড়াতাড়ি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন তিনি অনুষ্ঠানটি এড়িয়ে গেলেন জানতে চাইলে, লভলিনা পিটিআইকে বলেন, ‘আমরা সকালে প্রশিক্ষণ নিতে চেয়েছিলাম কারণ পরের দিন আমাদের রিংয়ে প্রবেশ করতে হত। অনুষ্ঠান চলছিল এবং আমরা তখনই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা একটি ট্যাক্সি বুক করতে বলেছিলা♏ম কিন্তু আমাদের বলা হয়েছিল যে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। সেই সময় অনুষ্ঠান চলছিল এবং এই দুই বক্সার নিজেই ট্যাক্সি বুক করতে পারেননি। গেমস ভিলেজে পৌঁছানোর উপায় ছিল না তাদের। ন্যাশনাল এক্সিবিশন সেন্টার থেকে গেমস ভিলেজে যাওয়ার প্রথম ব🐻াস ধরেন।’
আরও পড়ুন… লভলিনার ব্যক্তিগত কোꦇচকে নিজের ঘর ছে🅰ড়ে দিলেন মহিলা দলের বক্সিং কোচ ভাস্কর ভাট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।