বর্তমানে করোনার অতিমারীর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছে ভারত সরকার। বর্তমানে সংক্রমণের সংখ্যা ও সংক্রমণের প্রꩲভাব গোটা ভারত জুড়ে কিছুটা নিম্নগামী। তবু ভারতের করোনা সংক্রমণ নিয়ে চেক প্রজাতন্ত্রের আতঙ্ক কমছেনা। যার প্রভাব দেখতেඣ পাওয়া গেল টেনিসে। ভারতের অনূর্ধ্ব ১৪ তিন টেনিস খেলোয়াড় রোথিন প্রণব আর এস, কৃশ অজয় ত্যাগী এবং তেজস আহুজাদের ভিসা দিলনা চেক প্রজাতন্ত্র সরকার।
চেক রিপাবলিকের প্রোসতেয়ভে আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যাওয়ার জন্য ভারতের জুনিয়র খেলোয়াড়দের ভিস𓄧া দিলনা চেক প্রজাতন্ত্রের দূতাবাস। তাদের তরফ থেকে জানান হয়েছে, এই মুহূর্তে কোভিডের দিক দিয়ে ভারত ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। ভারত থেকে কেউ যদি চেক রিপাবলিকে প্রবেশ করে তা 𓄧চেক প্রজাতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এরপরে ভারতের তিন খুদে টেনিস খেলোয়াড়দের ভিসা বাতিল করা হয়।
এরপরেই চোটেছ সর্বভারতীয় টেনিস সংস্থা। এআইটিএ বিষয়টি একেবারেই ভাল ভাবে দেখছে না। সংস্থার সচিব অনিল ধুপর বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনﷺক। বাচ্চাদের বাইরে খেলার অভিজ্ঞতা দরকার। যদি ভিসা নাই দেওয়া হয়, তাহল🔯ে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আমাদের নাম পাঠিয়েছিল কেন?’ গত ১৭ জুলাই এআইটিএ এই ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রকের সাহায্য চেয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাহায্য চেয়েছে বিদেশ মন্ত্রকের। এই প্রতিযোগিতায় খেলার জন্য এআইটিএ অনূর্ধ্ব ১৪ স্তরের তিন খেলোয়াড় রোথিন প্রণব আর এস, কৃশ অজয় ত্যাগী এবং তেজস আহুজার নাম পাঠিয়েছিল। ২ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতিযোগিতা হওয়ার কথা।
বর্তমানে করোনার অতিমারীর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছে ভারত সরকার। বর্তমানে সংক্রমণের সংখ্যা ও সংক্๊রমণের প্রভাব গোটা ভারত জুড়ে কিছুটা নিম্নগামী। তবু ভারতের করোন𒅌া সংক্রমণ নিয়ে চেক প্রজাতন্ত্রের আতঙ্ক কমছেনা। যার প্রভাব দেখতে পাওয়া গেল টেনিসে। ভারতের অনূর্ধ্ব ১৪ তিন টেনিস খেলোয়াড় রোথিন প্রণব আর এস, কৃশ অজয় ত্যাগী এবং তেজস আহুজাদের ভিসা দিলনা চেক প্রজাতন্ত্র সরকার।
চেক রিপাবলিকের প্রোসতেয়ভে আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস ফাইনাল 🌜অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যাওয়ার জন্য ভারতের জুনিয়র খেলোয়াড়দের ভিসা দিলনা চেক প্রজাতন্ত্রের দূতাবাস। তাদের তরফ থেকে জানান হয়েছে, এই মুহূর্তে কোভিডের দিক দিয়ে ভারত ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। ভারত থেকে কেউ যদি চেক রিপাবলিকে প্রবেশ করে তা চেক প্রজাতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এরপরে ভারতের তিন খুদে টেনিস খেলোয়াড়দের ভিসা বাতিল করা হয়।
এরপরেই চোটেছ সর্বভারতীয় টেনিস সংস্থা। এআইটিএ বিষয়টি একেবারেই ভাল ভাবে দেখছে না। সংস্থার সচিব অনিল ধুপর বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাচ্চাদের বাইরে খেলার অভিজ্ঞতা দরকার। যদি ভিসা নাই দেওয়া হয়, তাহলে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আমাদের নাম পাঠিয়েছিল কেন?’ গত ১৭ জুলাই এআইটিএ এই ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রকের সাহায্য চেয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাহায্য চেয়েছে বিদেশ মন্ত্রকের। এই প্রতিযোগিতায় খেলার জন্য এআইটিএ অনূর্ধ্ব ১৪ স্তরের তিন খেলোয়াড় রোথিন প্রণব আর এস, কৃশ অজয় ত্য𒈔াগী এবং তেজস আহুজার নাম পাঠিয়েছিল। ২ অগস্ট থে⛄কে ৭ অগস্ট প্রতিযোগিতা হওয়ার কথা।|#+|
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।