ইসলামাবাদে শুরু হয়েছে ওয়ার্ল্ড গ্রুপ-১'র ডেভিস কাপ টাই।এই টাইতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান।প্রথম দিন শেষে টাইতে ভারত নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে রয়েছে। ভারত টাইতে আপাতত এগিয়ে রয়েছে ২-০ ফলে।রামকুমার রামানাথান এবং শ্রীরাম বালাজি দুজনেই তাদের ম্যাচ জিতেছেন।আর তাতেই দিন শেষে দুটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতের তরফে আইটিএফের কাছে আবেদন করা হয়েছিল যাতে এই টাই পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করা হয়।তবে আইটিএফের তরফে জানানো হয় এই টাই খেলা হবে পাকিস্তানেই।ফলে ৬০ বছর বাদে পাকিস্তানে ফের একবার ডেভিস কাপে খেলতে গিয🅺়েছে ভারত।
ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে ঘাসের কোর্টে এই টাই খেলা হচ্ছে। আইসাম উল হক কুরেশি এবং আকিল খানের উপর ভরসা রেখেছিল পাকিস্তান দল। কারণ রামানাথান এবং শ্রীরাম বালাজি সাধারণত হার্ড কোর্টের স্পেশালিস্ট।ফলে ঘাসের কোর্টে তারা সমস্যায় পড়তে পারেন বলে মনে করেছিলেন অনেক বিশেষজ্ঞ।তবে বাস্তবে সেইসব আশঙ্কাকে কার্যত উড়িয়ে দেন এই দুই খেলোয়াড়। রামকুমারের বিরুদ্ধে এদিন প্রথম সেট জিতে নেন আইসাম উল হক কুরেশি। তবে এরপরেই ম্🍃যাচে দুরন্ত কামব্যাক করেন রামকুমার।তিনি পরপর দুটি সেট জিতে নিয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন।
অন্যদিকে শ্রীরাম বালাজি তাঁর ম্যাচ স্ট্রেট সেটে জিতেছেন।যদিও তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী আকিল খানকে ম্যাচে অনেক সুযোগ দিয়েছিলেন।তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আকিল। ৭-৫,৬-৩ ফলে এদিন ম্যাচ জেতেন শ্রীরাম বালাজি। এক ঘন্টা ১৫ মিনিটের লড়াইতে এদিন বাজিমাত করেন তিনি।অন্যদিকে রামকুমার তাঁর ম্যাচ জেতেন ৬-৭(৩),৭-৬(৪),৬-০ ফলে। রামকুমার এদিন তাঁর ম্যাচ জিততে দুই ঘন্টার কিছু বেশি সময় নিয়েছেন। নিজের ম্যাচে রামকুমার দ্বিতীয় এবং তৃতীয় সেটে ২০ টি এস মারেন। নিজের প্রথম সার্ভে ৭৮ শতাংশ পয়েন্ট জেতেন তিনি। তাঁর দ্বিতীয় সার্ভে ৯৮ শতাংশ নিখুঁত সার্ভিস করেন তিনি।যেখানে ৮৩ শতাংশ পয়েন্ট জিতেছেন তিনি। এই টাইতে দ্বিতীয় দিন ভারতের হয়ে নামবেন যুকি ভাম্ব্রি এবং সাকেত মাইনেনি। তাঁরা ভারতের হয়ে এই টাইটা জেতার চেষ্ট💛া করবেন তাদের ম্যাচ জিতে। মুজাম্মিল মুর্তাজা এবং বারকাতউল্লাহ জুটির বিরুদ্ধে খেলবে ভারতীয় জুটি। অন্যদিকে রিভার্স সিঙ্গেলসে রামকুমার রামানাথান খেলবেন আকিল খানের বিরুদ্ধে। আর শ্রীরাম বালাজি খেলবেন আইসাম উল হক কুরেশির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।