ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও নির্ধারক টেস্টটি ওভালে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায় এবং একটি বলও খেলা হয়নি। একই সঙ্গে দ্বিতীয় দিনের খেলাও স্থগিত করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার মারা যান এবং এই 🌜কারণে গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছে।তাদের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবারের জন্য সমস্ত ক্রিকেট কার্যক্রম পরিত্যক্ত করা হয়েছে।
৯৬ বছর বয়সে রানীর মৃত্যু বৃহস্পতিবার টেস্টের নির্ধারিত প্রথম দিনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঘোষণা করা হয়েছিল। এরপর ইসি⭕বি নিশ্চিত করেছে যে শুক্রবার কোনও নির্ধারিত ক্রিকেট হবে না। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের পাশাপাশি,রাচেল হেহো ফ্লিন্ট ট্রফির জন্য শুক্রবারের নির্ধারিত চারটি ম্যাচও খেলা হবে না।
আরও পড়ুন… লাকি ম্যাসকট রানি এলিজাবে💫থ ২-এর সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সব টেস্ট জয়
ইসিবি তাদের বিবৃতিতে বলেছে,‘রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, ওভালে অনুষ্ঠিত পুরুষদের ইংল্যান্ড এব𝔍ং দক্ষিণ আফ্রিকার মধ্যে শুক্রবারের খেলাটি, সেই সঙ্গে রাচেল হেহো ফ্লিন্ট ট্রফির সমস্ত নির্ধারিত ম্যাচ খেলা হবে না। পরবর্তী ক্রীড়ಌাসূচি যথা সময়ে দেওয়া হবে।’
আরও পড়ুন… ‘এই ম্যাচꩵের জন্য দল প্রস্তুত ছিল না,’ ভারতের কাছে হেরে আফগান নেতার অদ্ভ💛ুত যুক্তি
বাকি খেলার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বোর্ড সরকার ও অন্যান্💃য খেলাধুলার সঙ্গে পরামর্শ করছে। যে ভক্তরা দ্বিতীয় দিনের জন্য টিকিট নিয়েছেন তারা পুরো টাকা ফেরত পাবেন এবং এটি বোর্ড নিজেই নিশ্চিত করেছে। জানিয়ে রাখি তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।