রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশায় বুক বেঁধেছিল। তবে লিগের শে♏ষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে হারিয়ে বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। শেষমেশ লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ফাইনালে𒐪র টিকিট হাতে পান মেগ ল্যানিংরা।
৮টির মধ্যে নিজেদের ৬টি ম্যাচের শেষেও লিগ টেবিলে মুম্বই ⛎ইন্ডিয়ান্সের একতরফা আধিপত্য ছিল। সপ্তম ম্য়াচে দিল্লির কাছে হারের পরেই হরমনপ্রীতদের হিসাবে গোলমাল ⭕হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে ইউপি ওয়ারিয়র্জের সঙ্গে এলিমিনেটের লড়াইয়ে নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।
ইউপি-র বিরুদ্ধে শেষ ম্যাচে দিল্লি হারলে সরাসরি ফ𒐪াইনালে পৌঁছে যেত মুম্বই। তবে দিল্লি শেষ ম্য়াচে ওয়ারিয়র্জকে ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে। সেই সুবাদে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে লিগের অভিযান শেষ করেন শেফালি বর্মারা।
মঙ্গলবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইউপি ওয়ারিয়র্জ। তালিয়া ম্যাকগ্রার ঝোড়ো হাফ-সেঞ💜্চুরির সুবাদে তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে। ম্♌যাকগ্রা ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৮ রান করে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- চেন্নাইয়ে ভারতের ডাগ-আউটে স⭕্মৃতিমেদুর ধোনি, সোশ্যাল মিডিয়ায় মন কেমন করা ছবি পোস্ট CSK-র
এছাড়া ৩৪ বলে ৩৬ রান করেন অ্যাল𒊎িসা হিলি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৯ রান করেন শ্বেতা শেরাওয়াত। অ্যালিস ক্যাপসি দিল্লির হয়ে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২৮ রানে ২টি উইকেট নেন রাধা যাদব।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৭.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায় এ🎃বং ফাইনালের টিকিট পকেটে পোরে। ক্যাপসি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৪ রান করে আউট হন। ক্যাপ্টেন মেগ ল্যানিং করেন ২৩ বলে ৩৯ রান। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন।
শেফালি বর্মা করেন ১৬ বলে ২১ রান। তিনি ৪টি চার মারেন। ৩১ বলে ৩৪ রান করে নট-আউট থাকেন মারিজান কাপ। ক্যাপসির মতো তিনিও ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৩ রান করে স🦹াজঘরে ফেরেন জেমিমা রডরিগেজ।
মুম্বইয়ের শাবনিম ইসমাইল ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ২৫ রানে ১টি উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন। ম্য়াচেꦜর সেরা হয়েছেন ক্যাপসﷺি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।