চোয়ালচাপা লড়াইয়ে বাংলাদেশ-এ দলকে লজ্জার হাত থেকে উদ্ধার করলেন জাকির হাসান। তরুণ ওপেনারের অবিশ্বাস্য প্রতিরোধে শুধু প্রথম বেসরকারি টেস্টে ইনিংস হার এড়ায় বাংলাꦏদেশ এমনটাই নয়, বরং ভারতের বিরুদ্ধে ম্যাচ বাঁচিয়ে মাঠ ছাড়ে তারা।
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ-এ দল। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ১ উ💟ইকেটে ১৭২ রান তুলে। জাকির হাসান ৮১ ও নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫৬ রানে নট-আউট ছিলেন।
তার পর থেকে খেলা শুরু করে চতুর্থ তথা শেষ দিনে নাজমুল আউট হন ৭৭ রানের মাথায়🅺। জাকির মাঠ ছাড়েন ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ৪০২ বলের ༺ধৈর্যশীল ইনিংসে জাকির ১৬টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IPL 2023: সত্যি হল জল্পনা, আর আইপিএল খেলবেন না ব্র্যাভো🅘, দেখ🔜া যাবে নতুন ভূমিকায়
শেষবেলায় পরপর উইকেট তুলে ভারতীয়-এ দল বাংলাদেশের উপর চাপ বাড়ায় বটে, তবে হোম টিম দিনের খেলা শেষ করে 𝓰৯ উইকেটে ৩৪১ রান তুলে। বাংলাদেশ-এ দল প্রথম ইনিংসের খামতি মেটাতে না পারলেও ম্যাচ ড্র ঘোষিত হয়। আর ১টি উইকেট ফেলতে পারলেই চার দিনের প্রথম বেসরকারি টেস্টে জয় তুলে নিত ভারতীয়-এ দল।
ম্যাচের গতিপ্রকৃতি:-
প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১২ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রান করেন মোসাদ্দেক হোসেন। সৌরভ কুমার ৪টি, নভদীপ সাইনি ৩টি, মুকেশ কুমার ২টিও ও অতীত শেষ ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪৬৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। যশস্বী জসওয়াল ১৪৫, অভিমন্যু ঈশ্বরন ১৪২ ও উপেন্দ্র যাদব ৭১ রান করেন। ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। ২টি উইকেট দখল 🍬করে😼ন খালেদ আহমেদ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ৩৪১ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। জাকির হাসাಞন ✅১৭৩ ও নাজমুল হোসেন শান্ত ৭৭ রান করেন। সৌরভ কুমার ৫টি উইকেট নেন। সুতরাং দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৯টি উইকেট নেন সৌরভ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।