ভারত ও পাকিস্তানের বোলিং নিয়ে সমালোচনা করতে গিয়ে চার অক্ষরের একটি শব্দই ভুলে গেলেন ভাতের প্রাধান কোচ রাহুল দ্রাবিড়। আসলে রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিক সম্মে✃লনে এসেছিলেন রাহুল দ্রাবিড়।
সেখানꦑেই ভারত বনাম পাকিস্তানের প্রথম ম্যাচের প্রসঙ্গ ওঠে এবং সেখানে পাকিস্তানের বোলিং-এর সঙ্গে ভারতের ꦰবোলিং-এর তুলনা করা হয়। সেই প্রসঙ্গে বলতে গিয়েই নিজের যুক্তি ও সমালোচনা তুলে ধরেন দ্রাবিড়।আসলে প্রেস কনফারেন্সে দ্রাবিড়কে প্রশ্ন করা হয় যে, পাকিস্তানের বোলিং শক্তি খুবই ভালো, তারা বেশ গতিতে বোলিং করছে। সেই বিষয়ে কী বলবেন?
আরও পড়ুন… IND vs PAK Super 4: জাদেজার জায়গা🐽য় অক্ষর না অশ্বিন, কম্বিনেশন ওনিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়
এর উত্তরে রাহুল দ্রাবিড় বলেন,‘অবশ্যই তারা ভালো বোলিং করছে। আমি তাদের বোলিংকে সম্মান করি। তবে আমরাও ভালো বোলিং করেছি।👍 আমরাও তাদের ১৪৭ রানের মধ্যে আটকে রেখে ছিলাম। ফলে বলা যেতে পারে যে আমা♍দের বোলিং-ও কোনও অংশে কম নয়।’
এরপরে দ্রাবিড় আরও বলেন,‘দেখুন কেউ যদি ১৩০-১৪০ গতিতে বল করে একটা ফল পাচ্ছে, অন্যরা গতি কম হলেও ভালো ফল পাচ্ছে, তাহলে আপনি কোনটা ধরবেন। আসল কথা হল, দিনের শে♛ষে কে কি রকম বল করছে, প্রতিপক্ষকে কত𓄧 রানে আটকে রাখছে সেটাই বড় কথা।’
এই কথা বলার পরে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দুই দলের বোলিং শক্তির তুলনা করতে গিয়ে একটি চার অক্ষরের শব্দ বলতে চান, কিন্তু তিনি সেই শব্দটা ভুলে যান। সাংবাদিক সম্মেলনে তিনি স্বীকার করেন যে সেই শব্দটা তাঁর মাথ💖ায় আছে কিন্তু মুখে আসছে না। এরপরেই সাংবাদিক সম্মেলনে সকলে হেসে ফেলেন। অনেক সাংবাদিক তাঁকে কয়েকটি শব্দ বলেন, কিন্তু দ্রাবিড় বলেন, না সেট♔ি নয়। এখন সেটা এখানে মনে পড়ছে না। আসলে অনেকেই মনে করছেন, এখানে রাহুল দ্রাবিড়, ‘Sexy’ শব্দটি ব্যবহার করতে চেয়ে
আরও পড়ুন… IND vs PAK Super 4: শততম T20I-এর পরে এবার পাকিস্তান ম্যাচে ছক্কা♊ হাঁকানোর সেঞ্চুরি করতে পারেন কোহলি
এদিকে ফের ক্রিকেটের মহাযুদ্ধ শুরুর আগে মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু মাঠে ক্রিকেটাররা নামার⛎ অপেক্ষা। এদিকে ভারতীয় শিবিরে চিন্তার মেঘ ঘিরে ধরেছে। আবেশ খানের জ্বর, জাদেজা ছিটকেꦿ গিয়েছেন। এমন অবস্থায় দল কী হয় সেটাই দেখার। পেস আক্রমণে কাদের দেখা যাবে সেটাও বড় প্রশ্ন। তবে রাহুল দ্রাবিড় এ সব নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন, সেরা একাদশই মাঠে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।