প্রথম ইনিংসে উত্তরাঞ্চলকে সস্তায় বেঁধেও দলীপ ট্রফির সেমিফাইনালে স্বস্তিতে নেই দক্ষিণাঞ্চল। পালটা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে হনুমা বিহারীর দলও। সব মিলিয়ে চিন্নাস্বামীতে প্রথম দিনে বোলারদের দাপট দেখা গেল এক♚তরফা। ব্যতিক্রমী হয়ে ব্যাট করেন শুধু প্রভসিমরন ও মায়াঙ♎্ক আগরওয়াল।
চিন্নাস্বামীতে দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে সম্মু൲খসমরে নামে জয়ন্ত যাদবের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল ও হনুমা বিহারীর দক্ষিণাঞ্চল। টস জিতে উত্তরাঞ্চলকে শুরুতে ব্যাট করতে পাঠায় দক্ষিণাঞ্চল। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা উত্তরাঞ্চলের𝕴 প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৮ রানে। তারা সাকুল্যে ৫৮.৩ ওভার ব্যাট করে।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন প্রভসিমরন 🎀সিং। দলের হয়ে সব থেকে বেশি ৪৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ৫২ বলের মারকাটারি ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৭টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ৩৩ রান করেন অঙ্কিত কুমার। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন নিশান্ত সিন্ধু। হর্ষিত রানা ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩১ রান করে🃏 আউট হন।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: পূজারাও নির্ভরতা দিতে ব্যর্থ, জাদেজাকে নিয়ে বিপর্যয় রোধ 💯অতীতের
২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ২৩ রান করে নট-আউট 🎉থাকেন বৈভব আরোরা। ধ্রুব শোরে ১১, প্রশান্ত চোপড়া ৫, অঙ্কিত কলসি ২, জয়ন্ত যাদব ২ ও বলতেজ সিং ২ রান করেন। খাতা খুলতে পারেননি পুলকিত নারাং।
দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে একাই ৫টি উইকেট নেন বিদ্বথ ক🦋াভেরাপ্পা। তিনি ১৭.৩ ওভার বল করে ৮টি মেডেন-সহ মাত্র ২৮ রান খরচ করেন। এছাড়া ২টি উইকেট নেন কেভি শশীকান্ত। ১টি করে উইকেট সংগ্রহ করেন বিজয়কুমার বৈশাক, সাই কিশোর🍨 ও ওয়াশিংটন সুন্দর।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। তারা সাকুল্যে ১৭ ওভার ব্যাট করে। ওপেন করতে নেমে সাই সুদর্শন ৯ রান করে আউট হন। ১ রানে সাজঘরে ফেরেন রবিকুমার সামর্থ। পরপর ২ বলে ꦫহনুমা বিহারী ও রিকি ভুইকে ফেরত পাঠান হর্ষিত রানা। দু'জনেই খাতা খুলতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।