বয়🧔স মাত্র ২১ বছর। সিনিয়র ক্রিকেটে খুব বেশি ম্য়াচ খেলার সুযোগ হয়নি এখনও। দিল্লির ডানহাতি পেসার চলতি দলীপ ট্রফ🤡ির আগে পর্যন্ত রাজ্যদলের হয়ে মোটে ৫টি ফার্স্ট ক্লাস ও ১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ২০২২ ও ২০২৩, দু'বছরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকুল্যে ৮টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন হর্ষিত রানা।
বাউন্ডারির ভিতরে যতটুকু সময় কাটিয়েছেন, বোলার হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন হর্ষি🍎ত। তবে তাঁর ব্যাটের হাত যে কতটা ভালো, তার যথাযথ প্রমাণ মিলল অবশেষে। এর আগে ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১টি অর্ধশতরান-সহ ১৫২ রান সংগ্রহ করেছিলেন রানা। এবার দলীপ ট্রফির কোয়ার্টারꦅ ফাইনালে রীতিমতো টি-২০ ক্রিকেটের মেজাজে ধ্বংসাত্মক শতরান করে সকলকে চমকে দেন হর্ষিত।
চিন্নাস্বামীতে দলীপ ট্রফির কোয়ার্টারে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে লড়াইয়ে নামꦡে উত্তরাঞ্চল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান হর্ষিত। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩৭ বলে ব্যক্🐻তিগত অর্ধশতরান পূর্ণ করেন রানা। তিনি শতরানে পৌঁছতে খরচ করেন মাত্র ৭৫টি বল। সাহায্য নেন ১০টি চার ও ৭টি ছক্কার। অর্থাৎ হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে হর্ষিত ৩৮টি বল খরচ করেন।
শেষমেশ ১২♓টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৮৬ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন রানা। উত্তরাঞ্চল ৮ উইকেটে ৫৪০ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় নিজের ইনিং𝓀সকে আরও বড় রূপ দেওয়া হয়নি কেকেআর তারকার।
উল্লেখযোগ্য বিষয় হল, দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে সবার নজর ছিল কেকেআরের অন্য এক🐬 তারকার দিকে। মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিরুদ্ধে রিঙ্কু সিং কেমন খেলেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। রিঙ্কু প্রথম ইনিংসে সেট হয়েও উইকেট দিয়ে আসেন। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ ꦬবলে ৩৮ রান করে আউট হন।
সুতরাং, রিঙ্কু যে কাজটা করে দেখাতে পারেননি, বি🤡শেষজ্ঞ বোলার হয়েও হর্ষিত রানা ব্যাট হাতে রিঙ্কুর ঢংয়েই ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।