প্রত্যাশা মতোই দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে একতরফা দাপট দেখাচ্ছে জয়ন্ত যাদবের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল। টস হেরে শুরুতে ব্যাট করে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে বিরাট রানের ব🃏োঝা চাপিয়ে দেয় দুর্বল উত্তর-পূর্বাঞ্চলের ঘাড়ে। সেই রানের পাহাড় টপকানো তো দূরের কথা, চড়াইয়ের সিকিভাগেই থামে উত্তর-পূর্বের প্রথম ইনিংস।
উত্তরাঞ্চল ৮ উইকেটে ৫৪০ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে উত্তর-পূর্বাঞ্চল তাদের প্রথম ইন🎃িংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৩৪ রানে। তারা সাকুল্যে ৩৯.২ ওভার ব্যাট করে।
দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন নীলেশ লামিচানে। ৭৭ বলের ইনিংসে তিনি ৭টি চার⛄ মারেন। সিদ্ধার্থ কৌলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নীলেশ। এছাড়া উইকেটকিপার প্রফুল্লমণি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন।
বাকিদের মধ্যে দু'অঙ🔯্কের রানে পৌঁছেছেন শুধু ক্যাপ্টেন জোনাথন ও ইমলিবতি। জোনাথಞন ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৫ রান করেন। ৩১ বলে ১১ রান করে নট-আউট থাকেন ইমলিবতি। তিনি ২টি চার মারেন। কিষান লিংডো ৫, থানখুমা ৪, কেইশাংবাম ২, পালজোর তামাং ৮, কিষান সিংহ ৭ ও দীপু সাংমা ৪ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি যতীন।
আরও পড়ুন:- Ashes 2023: আশঙ্কার চোরা স্রোত অজি শিবিরেℱ, লিয়নের চোট নিয়ে থমথমে মুখে আপডেট দিলেন স্মিথ
উত্তরাঞ্চলের হয়ে ৮ ওভার বল করে ৩টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন সিদ্ধার্থ। ৬.২ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট নেন পুলকিত নারাং। হর্ষিত রানা ৬ ওভারে ১টি মেডেন-সহ ২২ রান খরচ করꦐে ১টি উইকেট পকেটে পোরেন। ১টি করে উইকেট নেন বলতেজ সিং ও ক্যাপ্টেন জয়ন্ত যাদব।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ইনিংসের নিরিখেไ ৪০৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেও উত্তর-পূর্বাঞ্চলকে ফলো-অন করাননি জয়ন্তরা। সেই লজ্জা থেকে জোনাথনদের মুক্তি দিয়ে উত্তরাঞ্চল নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।
൲উত্তরাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে তিনজন ব্যাটার ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ধ্রুব শোরে ১৩৫ রান করে আউট হন। ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন নিশান্ত সিন্ধু। ১২২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাꦜজিত থাকেন হর্ষিত রানা। সুতরাং, ধ্রব শোরে বা নিশান্ত সিন্ধু একা যত রান করেন, উত্তরাঞ্চলের গোটা দল সেই রানে পৌঁছতে পারেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।