গত কয়েক মরশুম ধরেജই ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে বিনিয়োগকারী সমস্যার কারণে। পাশাপাশি স্পনসর পেতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে লাল-হলুদকে। কিন্তু নতুন মরশুমে𓄧 ইস্টবেঙ্গলের জন্য একেবারে সোনায় সুহাগা। বিনিয়গকারী সংস্থা ইমামি তো রয়েছেই। সেই সঙ্গে আরও একটি স্পনসর পেয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।
জানা গিয়েছে, ২০২৩-২৪ মরশুমের জন্য নতুন স্পনসর পেয়েছে ইস্টবেঙ্গল। নতুন টেক-গেম প্ল্যাটফর্ম ব্যাটারির সঙ্গে চুক্তি করেছে ইমামি ইস্টবেঙ্গল। শুক্রবার ইস্টবেঙ্গলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাতে ব্যাটারিকে ২০২৩-২৪ ম﷽রশুমের প্রিন্সিপাল স্পনসর বলে উল্লেখ করা হয়েছে। ইস্টবেঙ্গলের ম্যাচ জার্সি এবং ট্রেনিং জার্সিতেও থাকবে ব্যাটারির লোগো।
আরও পড়ুন: কোলাসোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে ওꦿড়িশার, বড় অঙ্কেরꩲ ট্রান্সফার-ফি পাচ্ছে বাগান- রিপোর্ট
এই মরশুম বদলে যাচ্ছে ইস্টবেঙ্গলের জার্সির নকশাও। এবারের ম্যাচ এবং অনুশীলন জার্সির সামনে এবং পিছনের অংশে দেখা যাবে মূল স্পনসরের নাম। ইমামি ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আসন্ন মরশুমের জন্য ব্যাটারির সঙ্গে 🐭যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। তিনি বলেছেন, ‘ভারতের ক্রীড়াক্ষেত্রে গেম-টেক দ্রুত বিকশিত হচ্ছে। ব্যাটারি টেক-গেম প্ল্যাটফর্ম ব্যবহার করলে লাইভ গেমের একটি বিরাট প্যাকেজ পাওয়া যাবে। এবং এই ব্যাটারি গেম-টেক প্ল্যাটফর্ম ব্যবহার করলে ব্যবহারকারীরা সরাসরি খেলꦫা দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমরা তাই এই মরসুমে সুপারচার্জের জন্য প্রস্তুত।’
আরও প♈ড়ুন: কামিন্সের বিপক্ষে খেলা অজি ডিফেন্ডারকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গ🌜ল
ব্যাটা🍸রি গেম-টেক প্ল্যাটফর্মের তরফে এক প্রতিনিধি আবার বলেছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের অফিসিয়াল স্পনসর হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের এই ব্র্যান্ড বাজারে নতুন। আমাদের পথচলা এই শুরু হলেও আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত। লাল-হলুদ বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের দিক💜ে আমরা তাকিয়ে রয়েছি। এই ঐতিহাসিক ক্লাবের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ ও সকল সমর্থকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’
এদিকে কিছু দিন আগেই পুরো কোচিং স্টাফ নিয়ে লাল♈ হলুদে যোগ দিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন কোচ। ঘরের মাঠেই অনুশীলন হচ্ছে। অন্য দিকে ইস্টবেঙ্গলের জুনিয়র দল খেলছে কলকাতা লিগে। কোচ সেখানেও যাচ্ছেন ম্যাচ দেখতে। গ্যালারি থেকে প্লেয়ারদের উদ্দেশ্যে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। কলকাতা লিগে লড়াই চালাচ্ছে মূলত লাল-হলুদের ছোটরা। ডুরান্ড কাপে রবিবাক অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ডুরান্ডে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যা🐈চ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে লাল হলুদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।