লালহলুদে ফিরলেন দলের হয়ে খেলা প্রাক্তন গোলরক্ষক দেবজিত মজুমদার। আইএসএলে নজর কেড়েছিলেন এবার। এরপর থেকেই বঙ্গতনয়কে ফের গোলের নিচে ফে🌜রাতে মরিয়া ছিলেন লালহলুদ কর্তারা। এক্ষেত্রে অস্বীকার করার কোনও জায়গাই নেই, অতীতের বেশ কয়েকটি ইনভেস্টরের থেকে অনেক বেশি আন্তরিকভাবেই এবার লালহলুদের দল গঠন করছে বিনিয়োগকারী সংস্থা। চিরপ্রতিদ্বন্দী ক্লাব মোহনবাগান আইএসএলে এগিয়ে যাচ্ছে, এই অবস্থায় পাল্টা লালহলুদও যাতে ভালো ফল করতে পারে, সেই মতো হেভিওয়েট দল গড়েছে তাঁরাও। বিশেদি বাছাইয়ের কাজ শেষের পথে, এরই মধ্যে স্বদেশি ব্রিগেডও এবার বেশ শক্তিশালী করে ফেলছে ♛লালহলুদ। সেই কারণেই গোলের তলায় ফেরানো হল বাংলার ফুটবল সমর্থকদের প্রীয় দেবজিত মজুমদারকে।
আরও পড়ুন-দ্রাবিড়🌊ের কোচিংয়ে জোড়া বিশ্বকাপ জয়! কো𒀰চের বিদায়বেলায় বিশেষ বার্তা আর্শদীপের
২০১১-১২ মরশুমের পর ২০২০-২১ মরশুমেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেন দেবজিত মজুমদার। দুবছরের চুক্তিতে দলে সই করলেন তিনি। ২০২৫-২৬ সাল পর্যন্ত দলে থাকবেন তিনি।𒆙 গতবার আইএসএলে ১৯টি ম্যাচে খেলেছিলেন। এছাড়াও ডুরান্ড, সুপার কাপ মিলিয়ে আরও তিনটি ম্যাচ খেলেন চেন্নাইয়িনের জার্সিতে, দলকে তোলেন সুপার সিক্সস অর্থাৎ প্লে অফে। পাঁচটি ম্যাচে ক্লিনশিটও ছিল তাঁর। ১৯ ম্যাচে করেছিলেন ৬৬টি সেভ। আইএসএলের এক ম্যাচে রেকর্ড ১১টা সেভের রেকর্ডও রয়েছে দেবজিতের ঝুলিতে, এহেন বঙ্গতনয়কেই ফের লালহলুদ জার্সিতে ফেরালেন কর্তারা।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল ⛎আনবে আপনারও! দেখুন ভিডিয়ো
পুরনো দলে ফিরতে পেতে উচ্ছস꧅িত দেবজিত মজুমদার জানান, ‘এটা আমার ঘরে ফেরা। কারণ ইস্টবেঙ্গলই আমার জীবনের প্রথম বড় দল, যার জার্সি গায়ে আমি খেলি। আমার ওপর ভরসা করার জন্য দলের কোচ কার্লেস কুয়াদ൲্রাতকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ক্লাবের হয়ে খেলেছি, তাই আমি জানি সমর্থকদের আবেগের বিষয়টা। আমি ওদের কথা দিতে চাই, দলকে শ্রেষ্ঠ উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টার কোনও খামতি রাখব না ’ ।
আরও পড়ুন-বিশ্বকাপের আগেই অবসরের ইঙ👍্গিত দেন রোহিত! কোন অঙ্কে বিশ্বকাপ ভারতের? র𝓀হস্য ফাঁস বিসিসিআই কর্তার
ইস্টবেঙ্গল দলের দেবজিত মজুমদারের যোগ দেওয়া প্রসঙ্গে দলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘আইএসএল এবং আইলিগে খেলার গোলরক্ষকদের মধ্যে দেবজিতের অভিজ্ঞতা খুব বেশি। আমি ভারতে নিজের কোচিং কেরিয়ারের শুরুর সময় থেকেই দেবজিতের খেলা দেখছি। ২০১৬ সাল থেকেই গোলের তলায় নিজের কঠিন মানসিকতার পরিচয় দিয়েছে ও। দেবজিতের দলে আসার আমাদের রক্ষণকেও যেমন জমাট হতে সাহায্য করবে তেমনই আমাদের গোলরক্ষক বিভাগও শক্তিশালী হবে’। উল্লেখ্য মোহনবাগান ক্লাবের আইলিগজয়ী 𒊎দলের সদস্য ছিলেন দেবজিত মজুমদার। সবুজ মেরুন সমর্থকরা ভালোবেসে তাঁকে ডাকতেন সেভজিত নামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।