শুভব্রত মুখার্জি: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। সামনেই রয়েছে ইসলামের পবিত্র কুরবানি ইদ। তার জন্য নিজের বাড়ির সামনেই রাখা ছিল ছাগল। শেষমেশ সেই ছাগল কিনা হয়ে গেল চুরি! এমꦡন অদ্ভুত চুরির ঘটনার কবলে পড়েছেন কামরান আকমল এবং তার পরিবার।
আরও পড়ুন… ‘অশ্বিন বাদ পড়লে ব💧িরাট কেন নয়,’ কোহলির উপর চটলেন কপি🍷ল দেব
পবিত্র ইদ-উল আজহা-এর আগেই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় ক্রিকেটার কামরান আকমল। বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেল কুরবানির উদ্দেশ্যে কিনে রাখা কামরান আকমলের ছাগল। পাকিস্তানের লাহোরে একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে থাকেন কামরান আকমল এবং তার পরিবার। সেই সোসাইটির অধীনেই সাদা কাপড় দিয়ে প্যান্🐭ডেল বানিয়ে একসঙ্গে রাখা হয়েছিল কুরবানির জন্য কিনে রাখা ছাগলগুলি। সেখান থেকেই চুরি হয়ে গেছে কামরানদের একটি ছাগল।
আরও পড়ুন… ‘অশ্বিন বাদ পড়লে বিরাট কেন নয়,’ কোহলির উপ꧅র চটলেন কপিল দেব
স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কুরবানির জন্য ৬টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামি ছাগলটিই নাকি চুরি হয়ে গেছে। পশুগুলো দেখাশোনার দায়িত🧜্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কামরান আকমলের বাবা জানিয়েছেন চোরের দল সবচেয়ে দামি ছাগলটি চুরি করে পালিয়েছে। ৯০ হাজার টাকাতে কেনা হয়েছিল চুরি যাওয়া ছাগলটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।