ইংল্যান্ডের হয়ে শেষ ২৪টি ম্যাচে মাত্র একটি অর্ধশতরান করেছেন ইয়ন মর্গ্যান। ব্যাট হাতে খারাপ ফর্মের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের জল্পনা শুরু হয়েছে। তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সেই জল্পনায় আমল দিতে নারাজ ইংল্যান্ডের দলের সাদা বলের কোচ ম্যাথিউ মট। মট বলেন, ‘মর্গ্যান সব সময় চায় ব্যাটার হিসাবে ভালো খেলে জাতীয় দলে সুযোগ পেতে। তাই যে দ♒িন ও দেখবে দলে সুযোগ পাওয়ার যোগ্য নয়, সে দিন সরে যাবে। তবে সেই দিন আসতে এখনও অনেক দেরি আছে।’
১ জুলাই থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বেন স্টোকসরা। ইয়ন মর্গ্যান টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন ম্যাথিউ মট। তিনি বলেছেন, ‘নেটে কঠোর অনুশীলন করছেন মর্গ্যান। ওকে দেখে ভালো লাগছেꦓ। এক জন অধিনায়ক হিসাবে দলে সবাই ওকে পছন্দ করে। আগামী দিনে ইংল্যান্ড꧒কে আরও অনেক সাফল্য এনে দেবে মর্গ্যান।’
২০১৯ সালে ইংল্যান্ডকে এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ইয়ন মর্গ্যান। চলতি বছর অক্টোবরে টি২০ বিশ্বকাপ। সেখানেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। 🌱বিশ্বকাপের আগেই মর্গ্যান ছন্দে ফিরবেন বলে আশাবাদী মট। ম্যাথিউ মট বলেন, ‘ভালো ক্রিকেটাররা খুব বেশি দিন খারাপ ফর্মে থাকে না। ঠিক কোনও না কোনও💯 উপায়ে ছন্দে ফেরে। আমি নিশ্চিত বিশ্বকাপের আগে মর্গ্যানও ছন্দে ফিরবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।