শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের কিপার ব্যাটার স্যাম বিলিংস ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের𒀰 কাহিনি সম্প্রতি সামনে এনেছেন। তিনি সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন ত্বকের ক্যানসারে। কর্কট রোগের বিরুদ্ধে যে কঠিন লড়াই লড়তে হয়েছিল তাঁকে সেই বিষয়ে খোলাখুলি জানিয়েছেন বিলিংস। কঠিন লড়াই চালিয়ে ক্যানসারকে হার মানিয়েছেন তিনি। এবার সেই ক্যানসারকে নিয়েই সচেতনতা প্রচার করতে চান স্যাম ব𓄧িলিংস।
সূর্যের আলো ত্বকে অতিরিক্ত পড়লে তার যে কুপ্রভা♔ব রয়েছে সেই বিষয়ে সকলকে সচেতন করতে চান তিনি। গত বছর বিলিংসের দুটি অপারেশন হয়েছে। তাঁর বুকে ম্যালিগন্যান্ট মেলানোমা হয়েছিল। সেই মেলানো⛄মাকে সরাতেই দুই দুই বার অপারেশন করাতে হয় তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়াতে মঙ্গলবার সেই কঠিন সময়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি। বিলিংসের কাউন্টি কেন্টে এক রুটিন চেকআপের সময়ে ধরা পড়ে তাঁর ক্যান্সারের বিষয়টি।
আরও পড়ুন… MI vs RCB IPL 2023: RCB কে ছয় উইকেটে হারিয়ে টেবিলের আট থেকে তিনে উঠল র🌞োহিতের MI
তিনি জানান, ‘আমার মেলানোমা ছিল। সেটার ০.৬ মিলিমিটার গভীর ছিল। ০.৭ মিলিমিটার গভীর হলেই তা গভীর বিপদের কারণ হয়ে উঠতে পারত। ফলে এটা বলতেই পারব আমি বিপদের দোড়গোড়াতে দাঁড়িয়ে ছিলাম। আমি যদি সে দিনের স্ক্রিনিং টেস্ট না করিয়ে চলে যেতাম মিটিংয়ে, পরবর্তী ꦰছয় মাস অপেক্ষা করতাম আরও একটা 🔴স্ক্রিনিং টেস্ট করানোর, তাহলে বিষয়টা আরও আরও বেশি বিপদজনক হয়ে উঠতে পারত। মার্জিনগুলো কিন্তু খুব খুব ছোট। তবে গুরুত্ব না দিলে তা ভয়ানক হয়ে উঠতে পারে।’ জাতীয় দলের হয়ে বিলিংস তিনটি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ৩৭ টি টি-২০ ম্যাচ খেলেছেন। এই মুহূর্তে কাউন্টি ক্রিকেটেও খেলছেন তিনি।
আরও পড়ুন… রা🌠হুল শর্মার শাশুড়ির চিকিৎসার জন্য গম𒁏্ভীরের বড় পদক্ষেপ! গৌতমকে ধোনির প্রিয় ক্রিকেটারের কুর্নিশ
তিনি আরও যোগ করে বলেন, ‘এই ঘটনা আমার চোখ খুলে দেয়। আমাকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি বহু বছꦕর ধরে সেটাই করার চেষ্টা করেছি। তবে অনেক সময়েই আ🍌মাকে মাঠে জল নিয়েই দৌড়াতে হত। তোমাকে উপলব্ধি করাতে সাহায্য করে যে ক্রিকেটটাই জীবনের সবকিছু নয়। জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ যে কখন কি সিদ্ধান্ত নিতে হবে তা সঠিক সময়ে বুঝে উঠতে পারা।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App ব🧸াংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।