শুভব্রত মুখার্জি: গত আইপিএলের অন্༺যতম হাইলাইট বলা যেতে পারে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। গ্রুপ পর্যায়ে খেলা দুটি ম্যাচেই চরম ঝামেলা হয় দুই দলের ক্রিকেটারদের মধ্যে। যার রেশ গড়িয়েছিল ডাগ আউট পর্যন্ত। বিরাট কোহলি, গৌতম গম্ভীর, নবীন উল হক, কাইল মায়ের্স, আবেশ খান ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।ঘটনা একটা সময়ে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে। আফগান ক্রিকেটার নবীন উল হকের সঙ্গেও চরম ঝামেলা হয় বিরাটের।
আরসিবি এরপর গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যায়। আর সুপার জায়ান্টসরা জায়গা করে নেয় প্লে-অফে। সেই নিয়েও চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল আরসিবি এবং বিরাটকে। নবীন নিজের সোশ্যাল মিডিয়াতে নাম না করে এই কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন।সেই ঘটনার রেশ মিটতে না মিটতಌেই ওই ম্যাচে লখনউয়ের তৎকালীন কোচ তথা জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার যোগ দিয়েছেন আরসিবির কোচ হিসেবে। এরপরেই সোশ্যাল মিডিয়াতে সুপার জায়ান্টসের সমর্থকরা কার্যত তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য, ‘এবার নবীন উল হককে ও আরসিবির কাছে বিক্রি করে দাও!’
আরসিবির তরফে সম্প্রতি একটি টুইট করে জানানো হয়েছে গতবছর লখনউয়ের কোচ থাকা অ্যান্ডি ফ্লাওয়ারকে এই বছরে তাদের কোচ হিসেবে নিয়োগ করার কথা। ওই ঘোষনার পরপরেই টুইট করে লখনউ সুপার জায়ান্টসের তরফে একটি টুইট করে আরসিবি কোচ ফ্লাওয়ারকে তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। সুপার জায়ান্টসের টুইটটা খুব পজিটিভ নোটে করা হলেও সমর্থকরা কিন্তু এই ♈টুইট নিয়ে কটাক্ষ করতে বা মজা করতে ছাড়েননি।কেউ কেউ তো আবার সুপার জায়ান্টস ম্যানেজমেন্টকে পরামর্শও দিয়েছেন নবীন উল হককে আরসিবির কাছে বিক্রি করে দেওয়ার। একজন সমর্থক আবার প্রশ্ন করেন এই মুহূর্তে আমের দাম লখনউতে কত? পাশাপাশি তিনি জানিয়ে দেন ব্যাঙ্গালোরে কিন্তু আম এখন ১২০ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে!
প্রসঙ্গত ঝামেলার সূত্রপাত গতবছরে এই দুই ফ্র্যাঞ্চাইজির প্রথম ম্যাচ দিয়ে। খেলাটি হয়েছিল ব্যাঙ্গা🦂লোরের ঘরের মাঠে। আরসিবি ২ উইকেটে ২১২ রান করেছিল। বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল অর্ধশতরান করেছিলেন। তবে লখনউ হাতে এক উইকেট নিয়েই ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। নিকোলাস পুরান ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় ত্বরানিত করেন। এরপর একানা স্টেডিয়ামের ম্যাচে আরসিবি করে ১২৬/৯ ।
এই ম্যাচে নবীন উল হক তিনটি উইকেট নেন। তবে এই ম্যাচে আরসিবি বল হাতে দারুন পারফরম্যান্স করে ১৮ রানে ম্যাচ জিতে যায়। এই ম্যাচের শেষে ঝামেলা চরম আকার নেয়। বিরাট কোহলি,নবীন উল হক,গৌতম গম্ভীর,কাইল মায়ের্স সকলেই জড়িয়ে পড়েন ঝামেলায়।যার রেশ পরবর্তীতে চলে সো🦂শ্যাল মিডিয়াতে ও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।