কাতার বিশ্বকাপের চতুর্থ দিনে গ্রুপ-ই-তে কোস্টারিকার মুখোমুখি হয়েছিল স্পেন। ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রথম ম্যাচে জয়ের দিকে তাকিয়ে ছিল। এই গ্রুপে রয়েছে জার্মানি ও জাপানও। জার্মানিকে হারিয়ে বড় আপসেট করেছে জাপান। স্প্যানিশ দল কোনও অবস্থাতেই এটা হতে দেয়নি। কোস্টারিকাকে গোলের মালা পরাল স্পেন।
২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের গর্জন, কোস্টা🐼রিকাকে সাত গোলের মালা পরাল স্পেনের গাভি-সোলেররা।
23 Nov 2022, 11:29 PM IST
খেলা শেষ
কোস্টারিকাকে সাত গোলের মালা পরাল স্পেন। ২০✅২২ কাতার বিশ্বকাপের শুরুটা দারুণ করল স্পেন। ৭-০ গোলে জিতে নিজেদের প্রমাণ করল গাভি-সোলাররা।
23 Nov 2022, 11:24 PM IST
গোলললল…
এবার মোরাতার গোলে ৭-০ গোলে এগিয়ে গেল স্পেন।
23 Nov 2022, 11:23 PM IST
৮ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ, রেফারি ৮ মিনিটের অতিরিক🗹্ত সময় দিয়েছ♛েন। ৬-০ গোলে এগিয়ে স্পেন।
23 Nov 2022, 11:21 PM IST
গোলললল….
কার্লোস সোলেরের গো🌟ল। নিকো উইলিয়ামসের ক্রস আসে, ফলোয়াপ করেন কার্লোস সো꧙লের, ৯০ মিনিটে ৬-০ করেন তিনি।
23 Nov 2022, 11:06 PM IST
গোলললল…
এবার ১৮ বছরের গাভির গোলে ব্যবধান বাড়িয়ে নিল স্পেন। ম্যাচের ৭৪ মিনি𓄧টে ৫-০ করল স্পেন।
23 Nov 2022, 11:03 PM IST
৭৩ মিনিট: স্পেন-৪, কোস্টারিকা-০
এখনও পর্যন্ত খেলার রাশ নিজেদের হাতে ধরে রেখেছে স্পেন। লুইস এনরিকে কোনও চাপ না নিয়ে সব ফুটবলারকে দেখে নিতে চাইছেন। সেই কারণেই দ্বিত🦩ীয়ার্ধে ফুটবলারদের বদল করে দেখে নিচ্ছেন।
23 Nov 2022, 10:46 PM IST
৪-০ গোলে এগিয়ে গেল স্পেন
ম্যাচের ৫৪ মিন🃏িটে এদিনের ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন ফেরান তোরেস।
23 Nov 2022, 10:37 PM IST
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা
কোস্টারিকার উপরে প্রথম 🍨থেকেই চাপ তৈর🐼ি করে রেখেছ স্পেন। এখন দেখার শেষ ৪৫ মিনিটও কি এভাবেই খেলবে স্পেন নাকি ঘুরে দাঁড়াবে কোস্টারিকা।
23 Nov 2022, 10:20 PM IST
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ ৩-০ তে এগিয়ে রয়েছে স্পেন। কোস্টারিকাকে সে ভাবে জায়গা দেয়নি গাভিরা। এখন দেখার বাকি ৪৫ মিনিটে খেলা কোন দিকে গড়ায়। কারণ দ্বিতীয়ার্ধেই ভেঙে পড়েছে আর্জেন্তিনা-জার্মানি। প্রথমার্ধে ৮৪ শতাংশ বল পজিশন ন▨িজেদের দখলে রেখেছিল স্পেন।
23 Nov 2022, 10:16 PM IST
৪৫ মিনিটের খেলা শেষ
৪𒆙৫⛄ মিনিটের খেলা শেষ। পাঁচ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার স্পেন ব্যবধান বাড়াতে পারে কিনা।
23 Nov 2022, 10:09 PM IST
কী ভাবে পেনাল্টি পেয়েছিল স্পেন?
স্প্যানিশ দল কোস্টারিকার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ম্যাচের ২৯তম মিনিটে এর সুফল পায় তারা। কোস্টারিকার পেনাল𝓀্টি বক্সে স্পেনের জর্দি আলবাকে ফেলে দেন ডুয়ার্তে। এই কারণে স্পেনকে পেনাল্টি দেন রেফারি। ফেরান তোরেস এটা গোল করতে কোন ভুল করেননি,. বল সোজা গোলপোস্টে ঢুকিয়ে দেন তিনি।
23 Nov 2022, 10:01 PM IST
আবার গোললল
৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন ফেরান তোরেস। ꧙৩-০ ব্যবধানে এগিয়ে গেল স্পেন।
গাভির অ্যাসিস্ট থেকে দানি ওলমো গোল করে স্পেনকে এগিয়ে দিলেন। ১২ মিন💟িটের মধ্যেই এগিয়ে গেꩲল স্প্যানিশ দল।
23 Nov 2022, 09:35 PM IST
প্রতিপক্ষের গোলের কাছে পৌঁছে গিয়েছিল স্পেন
স্পেনের ♚তরুণ তারকা ফুটবলারের পেদ্রির দিকে সকলের নজর থাকবে। কোস্টারিকার গোলের কাছে পৌছে গিয়েছেন তিনি।
23 Nov 2022, 09:32 PM IST
স্পেনের সামনে কোস্টারিকা
ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে গ্রুপ-ই-তে কোস্টারিকার মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রথম ম্যাচে জয়ের দিকে তাকিয়ে থাকবে। এই গ্রুপে 🅺রয়েছে জার্মানি ও জღাপানও। জার্মানিকে হারিয়ে বড় আপসেট করেছে জাপান। স্প্যানিশ দল কোনো অবস্থাতেই এটা হতে দিতে চায় না।