কাতার বিশ্বকাপে তিন জন সাংবাদিকের মৃত্যুর পর এবার প্রাণ গেল লুসাইল স্টেডিয়ামের এক নিরাপত্তা কর্মীর। তার পরিবারের পক্ষ থেকেಌ বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে যান ওই ব্যক্তি। আসরের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ বুধবার জানিয়েছে যে, মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী। এর আগে ফিফা বিশ্বকাপ চলাকালীন খালিদ-আল-মিসলাম, রজার পিয়ার্স ও গ্রান্ট ওয়াল নামের তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। মার্কিন সাংবাদিক ওয়ালকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর ভাই এরিকের।
তার মাঝেই গত সপ্তাহে কাতারে একজন ফিলিপিনো কর্মী ট্রেনিং সাইটে কাজ করার সময় মারা যান। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশ্বকাপ দেখার জন্য দোহায় এসে মারা গিয়েছেন ওয়েলসের এক সমর্থক। ৬২ বছরের কেভিন ডেভিসের মৃত্যুর মধ্যꦜে অস্বাভাবাবিকত্ব খুঁজে পাওয়া যায়নি। তো বিতর্ক শেষ হচ্ছে না। কেন এমন ঘটেই চলেছে? কেন এই সব আকস্মিক মৃত্যু নিয়ে নীরব থেকে দিয়েছেন আয়োজক কমিটির কর্তারা?
আরও পড়ুন… চট্টগ্রামে লড়াকু ইনিংস পূজারার, টপকালেন ভারতীয় কিংবদন♋্তিকে
🧸তিন সাংবাদিকের মৃত্যু নিয়ে এখনও উত্তাল কাতার বিশ্বকাপ। অভিযোগ, পাল্টা অভিযোগ থামেনি। তারই মধ্যে আবার মৃত্যুর কালোছায়া কাতার বিশ্বকাপে। এ বার মারা গেলেন এক নিরাপত্তারক্ষী। লুসেল স্টেডিয়ামে কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাও বাঁচানো যায়নি। ২৪ বছরের কেনিয়ান জন নাউ কিবুয়ের অকস্মাৎ মৃত্যু যে আবার অস্বস্তিতে ফেলে দিয়েছে আয়োজকদের, সন্দেহ নেই। বিশ্বকাপ শুরুর আগে থেকেই শ্রমিকদের মৃত্যু নিয়ে সরব হয়েছে বিশ্ব। বারবার প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে কাতারকে। কেনিয়ান নিরাপত্তারক্ষীর মৃত্যু আরও একবার কাতারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।