সুভাষ ভৌমিকের নামে সংগ্রহশালা তৈরি করবে ইস্টবেঙ্গল। আশিয়ান কাপ হাতে প্রিয় ভৌমিকদার👍 মূর্তি স্ꩵথাপন করবে ইস্টবেঙ্গল ক্লাব। এরমাঝেই পরের মাসে স্মরণসভার আয়োজন করবে মোহনবাগান। দুই প্রধানের সঙ্গেই প্রচুর স্মৃতি রয়েছে প্রয়াত সুভাষ ভৌমিকের। সেই কারণেই প্রিয় ফুটবলার ও কোচকে শ্রদ্ধা জানাতে চায় দুই প্রধান। শনিবার ভোররাতে ভারত তথা ময়দানের প্রবাদপ্রতিম কোচের প্রয়াণে তাই শোকাচ্ছন্ন লাল-হলুদ তাঁবু। শনিবার তাঁর প্রয়াণের পর একবালপুরের নার্সিংহোমে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।
পরের মাসেই স্মরণসভার আয়োজন করবে মোহনবাগান। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবাশিস দত্ত জানালেন, ‘দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সামনের মাসের ৩ বা ৪ তারিখ তাঁরা এই স্মরণসভা আয়োজন করতে পারেন।’ এদিকে ইস্টবেঙ্গল তাদের প্রিয় ভোম্বলদার স্মরণসভার সঙ্গে আরও বেশকিছু পদক্ষেপ নিতে চলেছে। ইস্টবেঙ্গলের কোচ হিসেবেই সব থেকে বেশি সাফল্য পেয়েছেন সুভাষ ভৌমিক। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরণীয় করে রাখতে ক্লাবের তরফ থেকে এ🍃কাধিক পরিকল্পনা নেওয়া হবে। আশিয়ান কাপ জেতানোর পাশাপাশি পরপর দু’টি আই লিগও জিতিয়েছেন।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওঁর🃏 সতীর্থরা উপস্থিত থাকবেন। পুরোটাই হবে কোভিড বিধি মেনে। এ ছাড়াও সুভাষদার বিভিন্ন কীর্তি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে। আশিয়ান কাপ হাতে নিয়ে ওঁর একটি স্ট্যাচুও থাকবে সেখানে। সেই কাজও শেষ হয়ে এসেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।