প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে🌼 ম্যাচ জিতে আগেই ইতিহাস গড়েছে মুম্বই সিটি এফসি। এবার টু🌞র্নামেন্টে ফের জয় পেল তারা। বরং বলা ভালো যে, জয় দিয়েই এবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ করল মুম্বই সিটি।
ইরাকের এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছিল মুম্বই। এব🐈ার ফিরতি ম্যাচেও এয়ার ফোর্স ক্লাবকে পরাজিত করে মুম্বই সিটি এফসি। এবার ম্যাচের ফল ভারতীয় দলের অনুকূলে ১-০। ম্যাচের ৩১ মিনিটের ম🌼াথায় মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো মাউরিসিয়ো।
আরও পড়ুন:- হাফ ড🦄জন হ🃏জম করে AFC Champions League থেকে বিদায় নিল মুম্বই সিটি
সব মিলিয়ে বি-গ্রুপের চার দলের মধ্যে দ্বিতীয় স্থানে থেকে অভিযান শܫেষ করে মুম্বই সিটি এফসি। ৬ ম্যাচে ২টি জয় ও ১টি ড্র-সহ মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টারে প্রবেশ ক🐻রে আল শাবাব।
মুম্বই সিটির এএফসির এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ অভিযান:-
১. প্রথম ম্যাচে আল শাবাবের কাছে ০-৩ গোলে পরাজিত হয়।
২. দ্বিতীয় ম্যাচে ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে ২-১ হোলে হারিয়ে দেয়।
৩. তৃতীয় ম্যাচে আল জাজিরার কাছে ০-১ গোলে হেরে যায়।
৪. চতুর্থ ম্যাচে আল জাজিরার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে।
৫. পঞ্চম ম্যাচে আল শাবাবের কাছে ০-৬ গোলে পরাজিত হয়।
৬. ষষꦰ্ঠ তথা লিগের শেষ ম্যাচে ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল:-
মুম্বই সিটি এফসি ও এয়ার ফোর্স ক্লাবের পয়েন্ট সংখ্যা সমানཧ। গোল পার্থক্যে এগিয়ে ইরাকের দল। তবে মুম্বই দ্বিতীয় স্থান দখল করে এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে মুখোম🍸ুখি লড়াইয়ে এগিয়ে থাকায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।